নাহিদের এমন অভিষেক প্রত্যাশা করেননি লিটন

জাতীয় দলের পেসার নাহিদ রানা। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৫ | ১৭:৪৮
টেস্ট অভিষেকে দারুণ করেছেন গতিময় পেসার নাহিদ রানা। ওয়ানডে অভিষেকও খারাপ হয়নি ডানহাতি এই পেসারের। তবে নাহিদ রানার টি-২০ অভিষেক হয়েছে ভুলে যাওয়ার মতো। ৪ ওভারে ৫০ রান দিয়েছেন তিনি। দলও হেরেছে। যদিও তিনি উইকেট নিয়েছেন দুটি।
ম্যাচ শেষে টি-২০ দলের অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, নাহিদের কাছে তাদের প্রত্যাশা বেশি ছিল। এছাড়া হারের পেছনে ছোট বাউন্ডারি ও শিশিরের প্রভাব আছে বলে মনে করেন ডানহাতি টপ অর্ডার ব্যাটার লিটন।
তিনি বলেন, ‘আমরা তার (নাহিদ) থেকে আরও বেশি প্রত্যাশা করেছিলাম। তবে ক্রিকেটার হিসেবে ভালো-খারাপ দিন যেতেই পারে। আমরা বিষয়টি নিয়ে বসবো, কথা বলবো। ভুল-ভ্রান্তি নিয়ে চিন্তা করবো এবং পরের ম্যাচে শক্তভাবে ফিরে আসব।’
লিটন ম্যাচ শেষে স্বীকার করেছেন তাদের কিছু ভুল ছিল। মিডল অর্ডারে তারা ভালো করতে পারেননি। এমনকি ফিল্ডিংয়ের ভুল নিয়েও কথা বলেছেন, ‘এমন ছোট মাঠে খেললে এবং শিশির ম্যাচে প্রভাব রাখতে শুরু করলে বোলিংয়ে খুব হিসাবি হতে হবে। ভিন্ন ব্যাটার নিয়ে ভিন্ন পরিকল্পনা করতে হবে।’
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে। এরপর সব ঠিক থাকলে পাকিস্তানে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে যাবে লিটন দাসের নেতৃত্বাধীন দল। সিরিজটি ২৭ মে থেকে শুরু হওয়ার কথা।
- বিষয় :
- নাহিদ রানা
- লিটন দাস