ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রথম দেখায় ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র বাংলাদেশের

প্রথম দেখায় ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র বাংলাদেশের

ছবি- বাফুফে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৫ | ২২:১৪ | আপডেট: ৩১ মে ২০২৫ | ২২:২০

ত্রিদেশীয় সিরিজে ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। জর্ডানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে এ ম্যাচে প্রথমবার মুখোমুখি হয় দুই দল।

মূলত মিয়ানমারে উইমেন্স এশিয়ান কাপের বাছাইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে জর্ডানে দুটি ম্যাচ খেলতে গিয়েছে বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে ইন্দোনেশিয়া (৯৪তম) ও জর্ডান (৭৪তম) অনেক এগিয়ে আছে। আর বাংলাদেশ রয়েছে ১৩৩তম স্থানে।

ফিফা র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকা বাংলাদেশ ইন্দোনেশিয়ার বিপক্ষে আশাব্যঞ্জক খেলেছে। ম্যাচে ইন্দোনেশিয়া ৯ শটের মাত্র ৪টি লক্ষ্যে রাখতে পারে। বাংলাদেশ ১৫টি আক্রমণের সাতটি রাখে পোস্টে, তবুও গোল হয়নি। ৩ জুন স্বাগতিক জর্ডানের বিপক্ষে মাঠে নামবে পিটার বাটলারের দল।

আরও পড়ুন

×