ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রিয়ালের অপেক্ষায় থেকে পিএসজির পথে আর্জেন্টাইন মিডফিল্ডার 

রিয়ালের অপেক্ষায় থেকে পিএসজির পথে আর্জেন্টাইন মিডফিল্ডার 

রিভার প্লেটের তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুনো। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৫ | ২১:০২

আর্জেন্টাইন বিস্ময়বালক খ্যাতি পেয়েছেন ফ্রাঙ্কো মাস্তানতুনো। অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলেন তিনি। ১৬ বছর বয়সে রিভার প্লেটে অভিষেক হয় তার। সম্প্রতি ডাক পেয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলে। 

ক্লাবে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ১৮ বছরে পা দেওয়ার পথে থাকা তরুণ পিএসজি’তে যোগ দিতে যাচ্ছেন। ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছেন, মাস্তানতুনোর রিলিজ ক্লজ ৪৫ মিলিয়ন ইউরো। পিএসজি ওই অর্থ দিয়ে রিভার প্লেট থেকে তাকে কিনতে যাচ্ছে। 

দুই পক্ষের এজেন্টের মধ্যে আলোচনা অনেকটাই এগিয়ে গেছে। খেলোয়াড়ের দিক থেকেও সবুজ সংকেত মিলেছে। এখন দুই পক্ষ চুক্তি সম্পন্ন করার পরের ধাপে এগোবেন বলে মনে করা হচ্ছে। যদিও রিভার প্লেট পিএসজির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি। আসন্ন আন্তর্জাতিক বিরতির পর প্রস্তাব পাঠিয়ে চুক্তি সম্পন্ন করতে পারে লা প্যারিসিয়ানরা। 

স্প্যানিশ সংবাদ মাধ্যমের মতে, মাস্তানতুনোর প্রতিভা বিবেচনা করে রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়ানোর আগ্রহ প্রকাশ করে। অনেকগুলো প্রস্তাব সামনে থাকলেও তিনি রিয়ালের অপেক্ষায় ছিলেন। কিন্তু লস ব্লাঙ্কোসরা এই তরুণের প্রতি আগ্রহ কমিয়ে দিয়েছে। 

কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, একই রকমের তরুণ ফুটবলার এরই মধ্যে রিয়াল মাদ্রিদে আছেন। যেমন আর্দা গুলার গত প্রায় দুই মৌসুমে রিয়ালের বেঞ্চেই বেশি সময় কাটিয়েছেন। এবার তাকে মূল একাদশে নিয়মিত খেলাতে চায় ব্লাঙ্কোস কর্তৃপক্ষ। আবার কোমোয় ধারে খেলা আর্জেন্টাইন প্লে মেকার নিকো পাজকে ফিরিয়ে আনার কথা ভাবছে রিয়াল। 

একই পজিশনে একাধিক তরুণ ফুটবলার কিনলে দুই পক্ষেরই ক্ষতি মনে করছে রিয়াল মাদ্রিদ। এতে গুলার, পাজের পাশাপাশি মাস্তানতুনোর মতো তরুণ প্রতিভার বিকাশ ক্ষতিগ্রস্ত হতে পারে মনে করছে ব্লাঙ্কোসরা। 

আরও পড়ুন

×