ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মিরাজ ফিরলে কলম্বো টেস্টের একাদশ কেমন হবে

মিরাজ ফিরলে কলম্বো টেস্টের একাদশ কেমন হবে

অনুশীলনে পেসার নাহিদ রানা। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ২১:১৩

ভাইরাল জ্বর কাটিয়ে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। গল টেস্ট শেষ হওয়ার আগেই এককভাবে অনুশীলন শুরু করেছিলেন তিনি। কলম্বোয় নিজেকে ঝালিয়ে নিয়েছেন। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শুরুর একাদশে ফিরতে যাচ্ছেন ডানহাতি এই অফ স্পিন অলরাউন্ডার। 

মিরাজ ফিরলে খুব সহজ হিসেবে কলম্বো টেস্টের একাদশ থেকে বাদ পড়বেন ডানহাতি স্পিনার নাঈম হাসান। গল টেস্টে তিনি প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিলেও উইকেট সমর্থন না দিলে অর্থাৎ তিন স্পিনার না খেলালে বেঞ্চে বসতে হবে তাকে। 

কলম্বোর উইকেট নিয়ে বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স ও লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা যে বার্তা দিয়েছেন, তাকে স্পিনার বেশি খেলানোর সুযোগ কম। বরং শ্রীলঙ্কা পেস বোলিংয়ে বাজি ধরতে চায়। দলে পেসারের প্রাচুর্য থাকায় একই পরিকল্পনা নিতে পারে বাংলাদেশ দলও। 

তিন পেসার নিলে এক ব্যাটার কম নিয়ে খেলতে হবে বাংলাদেশের। সেক্ষেত্রে মিরাজ ফেরায় লোয়ার অর্ডারের জাকের আলী বেঞ্চে বসতে পারেন। একাদশে ঢুকতে পারেন পেসার এবাদত হোসেনও। অবশ্য দুই পেসার নিয়ে খেললেও এবাদতের কলম্বো টেস্টে খেলার ভালো সুযোগ আছে। 

তরুণ পেসার নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হতে পারে। গল টেস্টে খুব একটা ভালো করেননি তিনি। এবাদত ইনজুরিতে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন। একাদশে ফেরার অপেক্ষায় আছেন তিনি। ইনজুরির আগে টেস্ট দলের প্রথম পছন্দের পেসার ছিলেন এই ডানহাতি। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: এনামুল বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী মিরাজ, জাকের আলী, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন। 
 

আরও পড়ুন

×