ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

মুশফিকদের সঙ্গে আরবাজের সেলফি

মুশফিকদের সঙ্গে আরবাজের সেলফি

আরবাজের সেলফিতে টাইগাররা- টুইটার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ০৬:১৫ | আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ | ০৬:৩২

প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সফর করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরে রয়েছে ৩টি টি-২০ ও দুটি টেস্ট ম্যাচ। সাকিব-তামিমবিহীন টি-২০ সিরিজের প্রথম ম্যাচে রোববার দিল্লিতে ভারত বধ করে টাইগাররা। 

ইন্ডিয়া ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, টাইগারদের এই জয়ে টুইটারে চলছে টাইগার বন্দনা। আর এতে শামিল হয়েছেন বলিউড অভিনেতা-প্রযোজক আরবাজ খান। 

সোমবার দিল্লি বিমানবন্দরে মুশফিক-মাহমুদুল্লাদের সামনে পড়েন আরবাজ খান। আর বাংলাদেশের ক্রিকেট তারকাদের এত কাছে পেয়ে সেলফি তুলবেন না, এ হতেই পারে না! মুহূর্তেই টাইগারদের সঙ্গে সেলফি তুলে তা টুইটারে দেন আরবাজ। ক্যাপশনে ছিল মুশফিকদের প্রশংসা।

তিনি লিখেছেন, ‘দেখুন, আমার সঙ্গে বিজয়ী বাংলাদেশি ক্রিকেট দল। মুশফিক ছিলেন অবিশ্বাস্য। সামনের দিকে তাকিয়ে আছি। আশা করছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আরও আসছে।'

আরও পড়ুন

×