আঙুলের চোটে টি-২০ সিরিজ শেষ বাবরের

ইনজুরিতে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আযম। ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০ | ০৬:৪৭
বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের ওপেনার ইমাম উল হক। এবার ডান হাতের বুড়ো আঙুলের চোটে ছিটকে গেলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আযম। এমনকি টেস্ট সিরিজের শুরুতেও অনিশ্চিত পাকিস্তানের সেরা এই ব্যাটিং ভরসা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতি দিয়ে রোববার জানিয়েছে, অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন বাবর আযম। পরে স্থানীয় এক হাসপাতালে তার এক্স রে করানো হয়। রিপোর্টে তার চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অন্তত ১২দিন নেটেও অনুশীলন করতে পারবেন না বাবর। এই সময়ে পাকিস্তান দলের মেডিকেল টিম তার প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাবেন। প্রথম টেস্টের আগে তার অবস্থা পুনরায় মূল্যায়ন করে জানানো হবে।
বাবর আযম ইনজুরিতে থাকায় দলের নেতৃত্বভার পড়তে পারে লেগ স্পিনার শাদাব খানের কাঁধে। তিনি দলের সহ-অধিনায়ক। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে শাদাব খানকেও দলে পাওয়ার নিশ্চয়তা নেই। কারণ গ্রোন ইনজুরিতে ভুগছেন তিনি। রোববার তাই সেভাবে অনুশীলনও করেননি। এর আগে একই ইনজুরির কারণে ঘরের মাঠে টি-২০ সিরিজেও খেলতে পারেননি শাদাব খান।
পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ মিসবাহ উল হক জানিয়েছেন, তিনি বাবর আযমের সঙ্গে কথা বলেছেন। টি-২০ সিরিজের দিকে তার পূর্ণ মনোযোগ ছিল। সিরিজটি মিস করায় বাবর তাই খুবই হতাশ। দ্রুতই পাকিস্তান অধিনায়ক প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন বলে আশা কোচের।
মিসবাহ উল হক বলেন, 'বাবর আযমকে হারানো সত্যিই খুব হতাশার। একই সঙ্গে দারুণ প্রতিভাবান এই দলের জন্য এটা একটা সুযোগও। তাদের জন্য এটা এগিয়ে আসার এবং দেখানোর পালা যে, পাকিস্তান ক্রিকেট দল প্রতিযোগিতায় পরিপূর্ণ এক প্যাকেজ। এছাড়া দলের চিকিৎসকরা শাদাব খানের গ্রোন ইনজুরি খুব কাছ থেকে দেখছেন। আশা করছি টি-২০ সিরিজের আগেই তাকে আমরা দলে পাবো। তাকে নিয়ে আমরা কোন ঝুঁকি নেবো না। পরিপূর্ণ সুস্থ হতে যত সময় দরকার তাকে আমরা দিতে চাই।'