সুপার লিগে খেললে ফিফার নিষেধাজ্ঞা

ছবি: মার্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১ | ০৭:২৪
চ্যাম্পিয়নস লিগের পরিবর্তে ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলো ইউরোপিয়ান সুপার লিগ চালু করার কথা ভাবছে। চ্যাম্পিয়নস লিগে পর্তুগাল, অস্ট্রিয়া, তুরস্ক কিংবা নেদারল্যান্ডস, রাশিয়ার ক্লাব অংশ নেয়। এতে গ্রুপ পর্বের বেশ কিছু ম্যাচ দর্শক প্রিয়তা হারায়।
ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলো তাই নকআউট ভিত্তিতে ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনের পরিকল্পনা করেছে। জার্মানির সংবাদ মাধ্যম গোপন দের স্পাইজেল সেই আলাপ-আলোচনার কথা ফাঁস করে দেয়। এরপর ফিফা এবং উয়েফা বিভিন্ন সময়ে ক্লাবগুলোকে সতর্ক করেছে।
সর্বশেষ রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ করোনাকালে ক্লাবগুলোর আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে ইউরোপিয়ান সুপার লিগের মতো কিছু ভাবার সময় এসেছে বলে ইঙ্গিত দেন। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, চেলসি, টটেনহ্যাম, ম্যানসিটির মতো ক্লাব ওই টুর্নামেন্টের পক্ষেই সাই দেয়।
ফিফা এবং উয়েফাকে তাই কঠিন পথ বেছে নিতেই হলো। বৃহস্পতিবার ফিফা এবং ছয়টি মহাদেশের ফুটবল কনফেডারেশন স্বাক্ষরিত এক বিবৃতিতে তাই সুপার লিগে অংশ নিলে ফিফা এবং উয়েফার বৈশ্বিক আয়োজন থেকে ফুটবলারদের নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছে।
বিবৃতি বলা হয়েছে, 'ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলো ইউরোপিয়ান সুপার লিগ বলে একটি টুর্নামেন্ট নিয়ে আলোচনা করছে। এর প্রেক্ষিতে ফিফা এবং ছয়টি মহাদেশের কনফেডারেশন জোর দিয়ে জানাচ্ছে যে, এই ধরনের টুর্নামেন্ট ফিফা কিংবা অন্য কনফেডারেশনগুলো স্বীকৃতি দেবে না। কোন ক্লাব কিংবা ফুটবলার এই টুর্নামেন্টে অংশ নিলে তাকে নিষিদ্ধ করা হতে পারে।'