ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রিমান্ডে সন্দেহভাজন তিন ভারতীয় 'জুয়াড়ি'

রিমান্ডে সন্দেহভাজন তিন ভারতীয় 'জুয়াড়ি'

ছবি: ফাইল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ১২:০০ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:৫৫

চট্টগ্রামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ চলাকালে ৬ ফেব্রুয়ারি জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম এলাকা থেকে আন্তর্জাতিক 'জুয়াড়ি' সন্দেহে গ্রেপ্তার তিন ভারতীয় নাগরিকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন মুরাদের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। তিন আসামি হলেন- সুনীল কুমার (৩৮), চ্যাটান শর্মা (৩৩) ও সানি ম্যাগু (৩২)।

মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, আদালত আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের সাত দিন করে রিমান্ডে চেয়ে আবেদন করেছিল।

আরও পড়ুন

×