ভারতের 'বুদ্ধিমান' ক্রিকেটারের নাম জানালেন গাভাস্কার

সুনীল গাভাস্কার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১ | ০৬:০৮ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ | ০৬:০৯
ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের পারফরম্যান্স মন জয় করে নিয়েছে সমর্থকদের। ভারতের এই দল থেকে সবচেয়ে বুদ্ধিমান ক্রিকেটারকে খুঁজে বার করলেন সুনীল গাভাস্কার।
প্রথম টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন জাসপ্রীত বুমরাহ। লর্ডস এবং ওভালেও তার নেওয়া উইকেট দলকে সাহায্য করেছে। বুমরাহর ছন্দ দেখে গাভাস্কারের মত, বিরাট কোহলির দলের সবচেয়ে ভরসাযোগ্য ক্রিকেটার তিনিই। ভারতীয় পেসারের দ্রুত উন্নতি দেখে খুশি গাভাস্কার।
ভারতের সাবেক অধিনায়ক বলেন, 'খুব বুদ্ধিমান বোলার বুমরাহ। সব সময় আগের দিনের চেয়ে উন্নতি করতে চায় ও। সেটা বোলিংয়ে হোক বা ব্যাটিংয়ে। কী দারুণ ভাবে নিজেকে মেলে ধরল সে। বিশেষ করে ব্যাট করার সময়। ফিল্ডার হিসেবেও উন্নতি করেছে বুমরাহ। ও এমন এক জন ক্রিকেটার যাকে বিশ্বাস করা যায়। বুমরাহকে যে কোনও পরিস্থিতিতে ভরসা করা যায়।'
ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন বুমরাহ। পুরনো বলকেও কথা বলালেন তিনি। সাদা বলের মতো লাল বলেও প্রতিপক্ষের কাছে ভয়ঙ্কর হয়ে উঠছেন বুমরাহ।
- বিষয় :
- সুনীল গাভাস্কার
- ভারত
- ইংল্যান্ড
- জাসপ্রীত বুমরাহ