অ্যাডিলেড টেস্টের মাঝে ইনজুরিতে রুট

রুটের চোটে বিপদে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১ | ০৩:৩৮ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ | ০৩:৩৮
অ্যাডিলেডে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ম্যাচের চতুর্থ দিন সকালে খেলা শুরুর আগে হালকা অনুশীলন করছিল ইংল্যান্ড। তখন তলপেটে ব্যথা পান ইংলিশ অধিনায়ক রুট। ফলে চতুর্থ দিন সকালে তিনি মাঠে নামতে পারেননি। চতুর্থ দিনজুড়েই তাকে নিয়ে আছে সংশয়। আজ কিংবা এই ম্যাচে আর রুট মাঠে নামতে পারবেন কিনা তা নিশ্চিত করা হয়নি।
ব্রিসবেন টেস্টে হারের পর অ্যাডিলেড টেস্টেও হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ইংল্যান্ড। এমন সময় অধিনায়কের ছিটকে যাওয়ার বিষয়টি ইংল্যান্ডকে বেশ ভোগাবে। অ্যাডিলেড টেস্টে প্রায় হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। অজি ব্যাটারদের দারুণ পারফরম্যান্সে ইংলিশদের সামনে ৪৬৮ রানের লক্ষ্য দাঁড়িয়েছে।
ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসের পর অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসেও ইংলিশদের হয়ে লড়াই করেছেন জো রুট এবং ডেভিড মালান। অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ৬২ রান করেছেন তিনি। এছাড়াও মালানের ব্যাট থেকে আসে ৮০ রান।
দলের এই বিপদের সময় অধিনায়ক রুটের মাঠে থেকে ছিটকে পড়া ইংলিশদের সামনে বেশ বড় বিপদই অপেক্ষা করছে। ইংলিশ ব্যাটারদের অধারাবাহিকতার বছরে বছরজুড়েই দারুণ পারফরম্যান্স করেছেন রুট। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় চার নম্বরে অবস্থান করছেন ইংলিশ অধিনায়ক।
- বিষয় :
- অ্যাডিলেড টেস্ট
- জো রুট
- ইংল্যান্ড