ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বোল্টের ফাইফারে অলআউট বাংলাদেশ

বোল্টের ফাইফারে অলআউট বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২ | ০৯:২৯ | আপডেট: ১০ জানুয়ারি ২০২২ | ০৯:৩০

প্রথম ইনিংসে কিউই পেসারদের গতি এবং সুইংয়ের কাছে পরাস্ত টাইগার ব্যাটসম্যানরা। ব্যাটিং বিপর্যয়ে ১২৬ রানেই গুটিয়ে যায় সাদমান-মুমিনুলরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন ইয়াসির আলী। ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ছিল আরও ১৯৬ রান। দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের চেয়ে তারা এখনো পিছিয়ে ৩৯৫ রানে। 

ফলোঅনে পড়ায় ম্যাচের তৃতীয় দিন আবারো ব্যাটিংয়ে নামতে পারে বাংলাদেশ। অথবা নিউজিল্যান্ড দল আবারো নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারে। এই ব্যাপারে কিউই দলপতির সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

এদিন টেস্ট ক্যারিয়ারে তিনশ উইকেটের মাইলফলক ছুঁলেন ট্রেন্ট বোল্ট। মেহেদী হাসান মিরাজকে বোল্ড করে উইকেটের ৩০০ পূর্ণ করলেন বাঁহাতি পেসার। ২৯৬ উইকেট নিয়ে ক্রাইস্টচার্চে মাঠে নেমেছিলেন বোল্ট। প্রথম ওভারে সাদমানকে ফেরানোর পর তার শিকার হন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে বোল্ট তুলে নেন মিরাজের উইকেট।

আলোচনা করেছেন সমকালের ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল ও সিনিয়র রিপোর্টার সেকান্দার আলী


আরও পড়ুন

×