অ্যাপ ডেভেলপারের সংখ্যায় বাংলাদেশ পিছিয়ে

অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপারের সংখ্যায় বাংলাদেশ বৈশ্বিক তুলনায় এখনও অনেক পিছিয়ে
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ০১:০৫ | আপডেট: ২৩ জুন ২০২৫ | ২০:২৩
সবার মনোযোগ মঞ্চে, যেখানে চলছে ‘মোবাইল টেস্টিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ নিয়ে আলোচনা। সারাবিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। মোবাইল টেস্টিংয়ের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে এআই প্রযুক্তির ব্যবহার।
অ্যাপ ডেভেলপারদের দক্ষতা ও বৈশ্বিক বাজারে নিজেদের উপস্থিতি বাড়াতে রাজধানীতে ড্রয়েডকন বাংলাদেশের উদ্যোগ নেওয়া হয়। এতে মোবাইল টেস্টিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ছাড়াও অ্যান্ড্রয়েড নিরাপত্তা, কটলিন মাল্টিপ্ল্যাটফর্ম ও ইঞ্জিনিয়ারিং নেতৃত্ব নিয়ে কথা বলেন বক্তারা।
অন্যদিকে, জেটব্রেইনস, নেটিভওয়েবস, ওল্ট, ব্রেইন স্টেশন ২৩, চেক, পাঠাও ও জেলেফের মতো দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের বিশ্লেষক, প্রযুক্তিবিদ, প্রোগ্রামাররা এতে অংশ নিয়েছেন।
ড্রয়েডকনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, অ্যান্ড্রয়েড নিয়ে যারা কাজ করে বা কাজ করতে আগ্রহী, তাদের জন্য এমন সম্মেলন সময়োপযোগী। আগ্রহীরা এতে অ্যান্ড্রয়েডের অনেক বিষয়ে বিশদ ধারণা পেয়েছেন, যা আমাদের সমৃদ্ধ করেছে। নিজেদের পরবর্তী অ্যান্ড্রয়েড ক্যারিয়ারে এমন সম্মেলন কাজে আসবে। বৈশ্বিক অ্যান্ড্রয়েড অ্যাপকেন্দ্রিক বাজারের আকার বছরের পর বছর প্রবৃদ্ধি অর্জন করছে।
বাংলাদেশে অ্যান্ড্রয়েডের ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করছে এমন সংখ্যা তেমন বাড়েনি। যারা দেশে অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এমন সম্মেলন দারুণ কাজের।
জানা গেছে, সারাবিশ্বে ২০২৪ সালে ১৩ হাজার ৭০০ কোটি অ্যাপ ও গেম ডাউনলোড হয়েছে। ২০৩০ সালের মধ্যে এ বাজারের আর্থিক মূল্য ৬২ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। বিশ্বজুড়ে অ্যাপ ডেভেলপারের সংখ্যা ৫৯ লাখ ছাড়িয়ে গেছে। বাংলাদেশি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপারের সংখ্যা বৈশ্বিক তুলনায় এখনও অনেক পিছিয়ে।
অস্ট্রিয়ার নেটিভ ওয়েবসের জ্যেষ্ঠ অ্যান্ড্রয়েড প্রকৌশলী মহি-উস-সুন্নাত বলেন, আমরা চাই বাংলাদেশের নবীন ডেভেলপাররা অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে আগ্রহী হোক। বিশ্বের অন্যসব দেশের তুলনায় আমাদের দেশে উল্লেখযোগ্য অ্যাপ ডেভেলপার নেই, বিশেষ করে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার। আমরা নবীন ডেভেলপার ও ভবিষ্যতে যারা অ্যাপ ডেভেলপমেন্টে ক্যারিয়ার গড়বেন, তাদের দক্ষতা বাড়াতে সহায়ক শক্তি হিসেবে কাজ করব।
প্রসঙ্গত, ঢাকায় সর্বশেষ ২০১৭ সালে ড্রয়েডকন সম্মেলন হয়। চলতি বছর বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যসব শহর লন্ডন, বার্লিন, সানফ্রান্সিসকো ও নাইরোবির মতো শহরে ড্রয়েডকন সম্মেলন হয়েছে।
- বিষয় :
- অ্যাপ
- অ্যান্ড্রয়েড