ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ডিজিগোর মাধ্যমে কর্মী ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয়তা আনবে বেসিস

ডিজিগোর মাধ্যমে কর্মী ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয়তা আনবে বেসিস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২২ | ০৭:৪২ | আপডেট: ২৩ মার্চ ২০২২ | ০৭:৪২

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বর্তমানে তাদের এমপ্লয়ি ম্যানেজমেন্টের ম্যানুয়াল সিস্টেমকে পরিবর্তন করে স্বয়ংক্রিয়তা আনবে ডিজিগো এইচআর সফটওয়্যারের মাধ্যমে। 

বুধবার আনুষ্ঠানিক ভাবে বেসিস কার্যালয়ে একটি চুক্তি সই করেন বেসিসের এক্সিকিউটিভ ডিরেক্টর আবু ঈসা মোহাম্মদ মাইনুদ্দিন ও এসবিজনেসের ভাইস প্রেসিডেন্ট ইসা আবরারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিজিগো একটি গ্লোবাল স্ট্যান্ডার্ড অ্যাপ যা যে কোনো কোম্পানির এইচআর সংক্রান্ত ঝামেলাগুলো স্বয়ংক্রিয়ভাবে সমাধান করে দেশের এইচআর সেক্টরে এক পরিবর্তন নিয়ে এসেছে।

বাংলাদেশে বর্তমানে ১৫০টিরও বেশি প্রতিষ্ঠান এসবিজনেসের ডিজিগো সফটওয়্যার ব্যবহার করে থাকে তাদের প্রতিষ্ঠানের এইচআর সমস্যার সমাধানের জন্য। 

তাই এখন কোম্পানির ৭ দিনের এইচআর ম্যানেজারের কাজ করা সম্ভব মাত্র ২ দিনেই।


আরও পড়ুন

×