ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

উবারের বিরুদ্ধে ৫৫০ নারীর যৌন নিপীড়ন মামলা

উবারের বিরুদ্ধে ৫৫০ নারীর যৌন নিপীড়ন মামলা

প্রযুক্তি প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২২ | ১২:০০ | আপডেট: ১৬ জুলাই ২০২২ | ০১:৪৭

যৌন নিপীড়নের অভিযোগে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবারের বিরুদ্ধে ৫৫০ নারী মামলা করেছেন। অপহরণ, যৌন হয়রানি, যৌন নির্যাতন, ধর্ষণ এমন সব অভিযোগ আনা হয়েছে উবার চালকদের বিরুদ্ধে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো কাউন্টি সুপিরিয়র আদালতে গত বুধবার এসব মামলা করা হয়। উবারের এক মুখপাত্র বলেন, যৌন নিপীড়ন ভয়ংকর একটি অপরাধ এবং আমরা প্রতিটি অভিযোগকে গুরুত্বের সঙ্গে দেখি। নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। সে কারণেই উবার নতুন নিরাপত্তা ফিচার চালু করেছে এবং গুরুতর ঘটনার বিষয়ে আরও স্বচ্ছ হচ্ছে। যুক্তরাষ্ট্রের আইনি সহায়তা সংস্থা স্লেটার শুলম্যানের দায়ের করা মামলায় বলা হয়, যৌন নিপীড়নের ঘটনা অনেক রাজ্যে ঘটেছে।

২০১৪ সালের প্রথম দিক থেকেই উবার চালকরা নারী যাত্রীদের যৌন নিপীড়ন ও ধর্ষণ করছে। কিন্তু সংস্থাটি গ্রাহকের সুরক্ষার চেয়ে নিজেদের মুনাফা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে যৌন নিপীড়নের পাঁচটি গুরুতর অভিযোগসহ মোট ৩ হাজার ৮২৪টি অভিযোগ পেয়েছে। এ ছাড়া ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে যৌন হয়রানির ৫ হাজার ৯৮১টি অভিযোগ পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে, মামলার নথিপত্র অনুযায়ী যৌন নিপীড়নের ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গ রাজ্যের।

এমন আরও দেড়শ ঘটনা এখনও তদন্ত করে দেখার কথা জানিয়েছে ভুক্তভোগী নারীদের প্রতিনিধিত্বকারী আইনি সেবাদাতা প্রতিষ্ঠান। মামলার অভিযোগ, ২০১৪ সালেও উবার জানত যে কোম্পানিতে নিবন্ধিত চালকরা নারী যাত্রীদের ওপর যৌন নিপীড়ন চালাচ্ছে। কিন্তু কোম্পানিটি সে সময় যাত্রীর নিরাপত্তার চেয়ে ব্যবসাকেই অধিক গুরুত্ব দিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। বিবিসি বলেছে, সাড়ে পাঁচশ নারী যে অভিযোগগুলো এনেছেন তার বেশিরভাগই গুরুতর অভিযোগ। ভুক্তভোগীর সংখ্যাটিও চমকে যাওয়ার মতোই। ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে কোম্পানির আন্তর্জাতিক ব্যবসায় কৌশল নিয়ে গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে কোম্পানির নানা বেআইনি কর্মকাণ্ড। এ প্রতিবেদন মতে, শীর্ষ অবস্থানে যেতে বিশ্বের বিভিন্ন দেশে ঘুষ আর যোগসাজশের মতো অনৈতিক কৌশল অবলম্বন করে স্থানীয় ট্যাক্সি বাজার ধ্বংস করে দিয়েছে কোম্পানিটি।

আরও পড়ুন

×