ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পোশাকশিল্প কর্মীদের জন্য স্মার্টফোন ক্রয়ে সোয়াপের অফার

পোশাকশিল্প কর্মীদের জন্য স্মার্টফোন ক্রয়ে সোয়াপের অফার

--

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২ | ১২:০০

পোশাকশিল্প খাতের কর্মীদের সাশ্রয়ী দামে স্মার্টফোন ব্যবহারের সুযোগ করে দিতে উদ্যোগ নিয়েছে রি-কমার্স প্ল্যাটফর্ম সোয়াপ। এ লক্ষ্যে সুইসকন্ট্যাক্টের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্প 'সারথি'র টিম লিডার বিপাশা এস হোসেন এবং সোয়াপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. পারভেজ হোসেন সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে প্রতিষ্ঠিত 'লাইভওয়ার' দোকান এবং সোয়াপ এজেন্টদের মাধ্যমে তৈরি পোশাকশিল্প কর্মী ও স্থানীয়দের সাশ্রয়ী মূল্যে এক বছরের ওয়ারেন্টিসহ ব্যবহূত স্মার্টফোন কেনার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি কারখানায় স্থাপিত বুথের মাধ্যমে দেওয়া হবে ডিসকাউন্ট অফার এবং কিস্তিতে দাম পরিশোধের সুবিধা।

আরও পড়ুন

×