ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিআইজেএফ

ইফতার মাহফিলে ইন্ডাস্ট্রির মিলনমেলা

ইফতার মাহফিলে ইন্ডাস্ট্রির মিলনমেলা

ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।

অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩ | ১০:২০ | আপডেট: ১০ এপ্রিল ২০২৩ | ১১:৫১

বাংলাদেশ আইসিটি খাতের নেতা ও সংগঠনের সদস্যদের নিয়ে শনিবার সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।

আয়োজনে আইসিটি খাতে কর্মরত গণমাধ্যমকর্মী ছাড়াও শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, জনসংযোগ প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

ইন্ডাস্ট্রি ও মানবিক সম্পর্ক এবং বর্তমান সোশ্যাল প্রজন্ম নিয়ে আলোচনা করেন এশিয়ান-ওশেনিয়ান অঞ্চলের তথ্যপ্রযুক্তি সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) আজীবন চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি। 

আলোচনায় অংশ নিয়েছেন বেসিস পরিচালক হাবিবুল্লাহ নিয়ামুল করিম, মুশফিকুর রহমান, বিএফডিএ সভাপতি ডা. তানজিবা রহমান, আমরাই ডিজিটাল বাংলাদেশের আহ্বায়ক লিয়াকত হোসাইন, জয় কম্পিউটার্সের সিইও জসিম উদ্দিন জয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক কাজী হাসান রবিন।

ইন্ডস্ট্রির বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান, শাওমি বাংলাদেশের পাবলিক রিলেশনস ম্যানেজার সুমন সাহা, ফুডপান্ডা বাংলাদেশের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড মিডিয়া গাজী তাওহীদ আহমেদ, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু এবং বাংলাদেশ উইমেন অ্যান্ড টেকনোলজির পরিচালক কানিজ ফাতেমা।

নির্দিষ্ট সময়ের আগেই আইসিটি নেতাদের মিলনমেলায় পরিণত হয় বিআইজেএফ ইফতার মাহফিল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার, সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন। ইফতারের পাশাপাশি নিজেদের মধ্যে ইন্ড্রাস্টির ভবিষৎ পথচলা নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআইজেএফ সভাপতি নাজনীন নাহার ও সাধারণ সম্পাদক সাব্বিন হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি ভূঁইয়া ইনাম লেনিন। আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্ত, প্রকাশনা ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান লিমন এবং নির্বাহী সদস্য এনামুল করিম ও ইমদাদুল হক।

আরও পড়ুন

×