ভারতের দিকে ঝুঁকছে শীর্ষ মার্কিন প্রযুক্তি কোম্পানি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৩ | ১৮:০০
ভারতের দিকে ঝুঁকছে শীর্ষ মার্কিন প্রযুক্তি কোম্পানি। গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, ফেসবুক, টুইটার প্রভৃতি কোম্পানির অফিসিয়াল কার্যক্রম দেশটিতে অনেক আগে থেকেই রয়েছে।
আউটসোর্সিংসহ সফটওয়্যার কোম্পানি হিসেবেও ভারতের সমাদর রয়েছে যুক্তরাষ্ট্রে। ভারত এবার পণ্য উৎপাদনে জোর দিতে বৈশ্বিক নির্মাতাদের জন্য বিনিয়োগে বাড়তি সুবিধা দিচ্ছে। এর ফলে অ্যাপল দেশটিতে আইফোন কারখানা তৈরি করেছে। অ্যাপলের নির্মাতা ফক্সকনও চলতি মাসের শুরুর দিকে ভারতে আইফোন উৎপাদনের জন্য কাজ শুরু করেছে।
এবার ভারতে পিক্সেল ফোন উৎপাদন করতে যাচ্ছে গুগল। গুগল এটি নিয়ে লাভা ইন্টারন্যাশনাল, ডিক্সন টেকনোলজিস ইন্ডিয়া এবং ফক্সকন টেকনোলোজি গ্রুপের ভারতীয় অফিসের সঙ্গে কাজ করছে। ভারতে স্থাপিত হতে যাচ্ছে টেসলা কারখানাও। এদিকে মার্কিন চিপনির্মাতা মাইক্রন টেকনোলজি ২৭০ কোটি ডলার খরচে সেমিকন্ডাকটর পরীক্ষণ ও প্যাকেজিং কারখানা স্থাপন করতে যাচ্ছে।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের প্রদেশ গুজরাটে কারখানাটি স্থাপিত হবে। এ প্রকল্পে ১৩৪ কোটি ডলার প্রণোদনা দেবে ভারত সরকার। বিশ্লেষকরা বলছেন, চীনের সঙ্গে বৈরী সম্পর্কের জেরে দেশটি থেকে অ্যাপলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ধীরে ধীরে কার্যক্রম গুটিয়ে আনছে। এই সুযোগটি নিচ্ছে ভারত।
- বিষয় :
- প্রযুক্তি
- ভারত
- আউটসোর্সিং
- গুগল