ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বাংলাদেশে নয়েজ স্মার্টওয়াচ

বাংলাদেশে নয়েজ স্মার্টওয়াচ

কবির হাসান

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩ | ১৮:০০

ভারতের জনপ্রিয় লাইফস্টাইল টেক ও স্মার্টওয়াচ ব্র্যান্ড ‘নয়েজ’ বাংলাদেশে যাত্রা শুরু করল। জনপ্রিয় স্মার্টওয়াচ এখন দেশেই পাওয়া যাবে। ডিজাইন ও উদ্ভাবনী স্মার্ট প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের জীবনধারায় অনন্য অভিজ্ঞতায় ব্র্যান্ডটি ভূমিকা রাখছে। ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচ দেশে নিয়ে এলো নয়েজ।

দেশে নয়েজের কালারফিট পালস গো বাজ, কালারফিট পালস ২ ম্যাক্স, ফিট হ্যালো এবং কালারফিট প্রো ৪ আলফা স্মার্টওয়াচগুলো পাওয়া যাবে। ভারতের স্মার্টওয়াচ বাজারে উল্লেখযোগ্য অবস্থান নিশ্চিতের পর বাংলাদেশের বাজারে আসার কৌশলগত পদক্ষেপ নিয়েছে নয়েজ।  বাংলাদেশের জনসংখ্যার বড় অংশই তরুণ্য। স্মার্ট ব্র্যান্ডের বিকাশে তরুণরাই সহায়ক ভূমিকা রাখে। 

নয়েজ ব্র্যান্ডের কো-ফাউন্ডার গৌরব খাত্রী জানালেন, বাংলাদেশে ব্র্যান্ডটির উপস্থিতি আনন্দের। বাংলাদেশি তরুণ ভোক্তাদের হাতে নয়েজ ব্র্যান্ড পৌঁছে দেওয়াই লক্ষ্য। প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের ক্ষমতায়নে নয়েজ প্রতিশ্রুতিবদ্ধ, যা জীবনকে সহজ করবে।

আরও পড়ুন

×