ডিফল্ট ফন্ট বদলে দিল মাইক্রোসফট

আলাউদ্দিন আলাদিন
প্রকাশ: ১৫ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ | ০৫:৩০
অফিস বা ব্যক্তিগত ডকুমেন্ট, হিসাব-নিকাশ, প্রেজেন্টেশন তৈরিসহ বহু কাজের জন্য জনপ্রিয় মাইক্রোসফট অফিস সফটওয়্যার। মাইক্রোসফট করপোরেশন অফিস সফটওয়্যারে ডিফল্ট ফন্ট পরিবর্তন করার ঘোষণা দিয়েছে। সুদীর্ঘ ১৫ বছর পর ফন্টের পরিবর্তন নিয়ে আসার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। নতুন ফন্টের নাম অ্যাপটোস। বর্তমানে ক্যালিব্রি ডিফল্ট ফন্ট হিসেবে সুপরিচিত। মাইক্রোসফটের অফিসিয়াল ঘোষণার মাধ্যমে জানিয়েছে, নতুন এ ফন্ট একই সঙ্গে এমএস ওয়ার্ড, আউটলুক, পাওয়ার পয়েন্ট এবং এমএস এক্সেলে ডিফল্ট হিসেবে থাকবে।
- বিষয় :
- মাইক্রোসফট
- ডিফল্ট ফন্ট