অ্যামাজনে অ্যাপল অফার

অ্যামাজনে বিশেষ ছাড়ে মিলছে অ্যাপল পণ্য
সাব্বিন হাসান
প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ | ১৮:০০
ডিজিটাল গ্যাজেটের দুনিয়ায় জনপ্রিয় ব্র্যান্ড অ্যাপল, যার আইফোন ও ম্যাকবুক কিনতে মুখিয়ে থাকেন ভক্তরা। কিন্তু ব্যয়বহুল হওয়ায় পিছিয়ে পড়েন অনেকেই। কঠিন ইচ্ছা বাস্তবায়নে দারুণ সুযোগ দিয়েছে অ্যামাজন। অ্যামাজন অফারে সব ধরনের অ্যাপল পণ্যতে থাকছে বিশেষ ছাড়।
আইফোন ১৪ মডেলসহ ম্যাকবুক এয়ার এবং অ্যাপল ঘড়িতে দাম কিছুটা কমেছে। সবশেষ গত সেপ্টেম্বরে আইফোন ১৪ মডেল উন্মোচিত হয়।
১২৮ জিবি সংস্করণে আসে মডেলটি, যার ডিসপ্লে ৬ দশমিক ১ ইঞ্চি। আছে এ১৫ সিরিজের বায়োনিক চিপসেট। মূল ক্যামেরা ১২ মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে এলইডি ফ্ল্যাশ ইউনিট। ফ্রন্টে মিলবে ১২ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার। সঙ্গে ট্রু ডেপথ ফিচার।
সবশেষ ম্যাকবুক এয়ার সিরিজ আসে ২০২০ সালে। ল্যাপটপের স্ক্রিন ১৩ দশমিক ৩ ইঞ্চি। এলইডি ডিসপ্লে। টাইপ-সি (৩০ ওয়াট) ইউএসবি চার্জিং পোর্ট, যা ১৮ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক করার সামর্থ্য রাখে। নিজস্ব এমআই চিপসেট। অ্যামাজন ম্যাকবুক সিরিজ বিক্রি করছে তিনটি (সিলভার, গোল্ড ও স্পেস গ্রে) ভিন্ন রঙে।
প্রিমিয়াম গ্যাজেট অ্যাপল ওয়াচ ফোর সিরিজ। ফিচার প্যাকড স্মার্টওয়াচে মিলছে বিশেষ মূল্যছাড়। ঘড়িটি পূর্ণ চার্জে টানা ৩৬ ঘণ্টা চলে।
আধুনিক ঘড়িতে একাধিক হেলথ ট্র্যাকিং ফিচার বিদ্যমান। যেমন– অক্সিজেন, হার্ট রেট ইলেকট্রোকার্ডিওগ্রাম এবং নারীদের জন্য বিশেষ হেলথ ফিচার থাকছে ঘড়িতে।