ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইন্টারনেট সেবায় দক্ষতা জরুরি: মোস্তাফা জব্বার

ইন্টারনেট সেবায় দক্ষতা জরুরি: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি-সংগৃহীত

কবির হাসান

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ১৮:০০

ঢাকায় আইএসপিএবি এবং আইবিপিসি যৌথ উদ্যোগে অ্যাডভান্স বিজেপি রাউটিং অ্যান্ড আইএক্সপি এবং আরপিকেআই, ডিডিওএস এবং নেটওয়ার্কিং সিকিউরিটির বিষয়ে দুটি প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, শুধু সার্টিফিকেট দিয়ে জ্ঞান অর্জন করা যায় না। প্রশিক্ষণ আর হাতে-কলমে কাজ করার মাধ্যমেই প্রকৃত শিক্ষা অর্জন করা যায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান জানালেন ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রের নিরাপত্তা এখন আর অস্ত্রের ওপর নয়; নেটওয়ার্কের সুরক্ষার ওপরই নির্ভরশীল। কারিগরি প্রশিক্ষণ ল্যাব স্থাপনে বিপিসিকে সহযোগী করে আইএসপিএবি ভালো কাজের সুযোগ করে দিয়েছে। চলতি বছরের মধ্যে তিন বিভাগে নিক্স স্থাপনে উদ্যোগ নেওয়া হবে।

সারাদেশে ইন্টারনেটের ব্যবহার বছরে ৩৫ শতাংশ হারে বাড়ছে প্রসঙ্গ তুলে বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এহসানুল কবির জানালেন, ২০২৩ সালে দেশে ইন্টারনেটের ব্যবহার হবে ৬ হাজার জিবিপিএস। ২০২৫ সাল নাগাদ প্রয়োজন হবে সাড়ে ৮ হাজার এবং ২০৩০ সাল যা বেড়ে হবে ১৯ হাজার জিবিপিএস। তাই সংশ্লিষ্ট খাতের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই।

আরও পড়ুন

×