ইন্টারনেট সেবায় দক্ষতা জরুরি: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি-সংগৃহীত
কবির হাসান
প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ১৮:০০
ঢাকায় আইএসপিএবি এবং আইবিপিসি যৌথ উদ্যোগে অ্যাডভান্স বিজেপি রাউটিং অ্যান্ড আইএক্সপি এবং আরপিকেআই, ডিডিওএস এবং নেটওয়ার্কিং সিকিউরিটির বিষয়ে দুটি প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, শুধু সার্টিফিকেট দিয়ে জ্ঞান অর্জন করা যায় না। প্রশিক্ষণ আর হাতে-কলমে কাজ করার মাধ্যমেই প্রকৃত শিক্ষা অর্জন করা যায়।
সারাদেশে ইন্টারনেটের ব্যবহার বছরে ৩৫ শতাংশ হারে বাড়ছে প্রসঙ্গ তুলে বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এহসানুল কবির জানালেন, ২০২৩ সালে দেশে ইন্টারনেটের ব্যবহার হবে ৬ হাজার জিবিপিএস। ২০২৫ সাল নাগাদ প্রয়োজন হবে সাড়ে ৮ হাজার এবং ২০৩০ সাল যা বেড়ে হবে ১৯ হাজার জিবিপিএস। তাই সংশ্লিষ্ট খাতের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই।