স্মার্ট টিপস
লিভ নেওয়া মেসেঞ্জার গ্রুপের মেসেজ দেখতে

ছবি-সংগৃহীত
আলাউদ্দিন আলাদিন
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ০৫:৫০
ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকতে হয়। আবার প্রয়োজন শেষে গ্রুপ থেকে বের হওয়ার দরকারও হয়। গ্রুপ থেকে বের হলেই চ্যাট মেসেজ আর দেখা যায় না। গ্রুপের জরুরি কোনো মেসেজ পরে দেখার দরকার হলে মেসেঞ্জারে ‘আর্কাইভ’ চ্যাট নামে ফিচার আছে। ফিচারটি চালু করতে মেসেঞ্জারে গ্রুপের ওপরে ট্যাপ করলে শুরুতেই ‘আর্কাইভ’ অপশন আসবে।
সেখানে ক্লিক করলেই গ্রুপের মেসেজ আর্কাইভে সংরক্ষিত হবে। ফলে গ্রুপ থেকে লিভ নেওয়ার আগের সব মেসেজ পড়া যাবে। আর্কাইভ থেকে পুরোনো মেসেজ ডিলিট করে দেওয়া যায়। আবার কোনো কনভার্সনকে গোপন (হাইড) করার জন্য আর্কাইভে সংরক্ষণ করা যায়। পরে সেটি আর্কাইভ থেকে ফিরিয়ে আনাও সম্ভব।
- বিষয় :
- মেসেঞ্জার
- স্মার্ট টিপস