ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মানবিক প্রযুক্তি বিপ্লব দরকার: মোস্তাফা জব্বার

মানবিক প্রযুক্তি বিপ্লব দরকার: মোস্তাফা জব্বার

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩ | ০৯:১২ | আপডেট: ২১ আগস্ট ২০২৩ | ০৯:১২

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রযুক্তি বিপ্লব জরুরি তবে তা হতে হবে মানবিক। সোমবার এক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) ক্লাউড কম্পিউটিং বিষয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

মোস্তাফা জব্বার বলেন, ডেটা সম্পদ। এ সম্পদ দেশে রাখা গেলে অর্থ বাঁচবে। নিরাপত্তা নিশ্চিত হবে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কন্টেন্ট বন্ধ বা সরিয়ে নেওয়ার বিষয়ে ৩০-৪০ শতাংশ শুনছে। এই সামাজিক মাধ্যমগুলো দেশ থেকে বিজ্ঞাপনের মাধ্যে ডলার নিয়ে যাচ্ছে। এ জন্য বাংলাদেশ ব্যাংককে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।

এছাড়া কর্মশালায় ক্লাউড প্লানেটের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন ক্লাউড কম্পিউটিংয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন।

আরও পড়ুন

×