ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্মার্ট বাংলাদেশ আইসিটি অ্যাওয়ার্ড

স্মার্ট বাংলাদেশ আইসিটি অ্যাওয়ার্ড

আইসিটি ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ১৮:০০

স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে উদ্ভাবন ও নেতৃত্বে দেশের অর্থনীতিতে অবদান রাখায় ফোরটি আন্ডার ফোরটি স্মার্ট বাংলাদেশ আইসিটি সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে ইমিগ্রেশন কনসালট্যান্সি প্রতিষ্ঠান জিআইসি এবং শিক্ষাবিষয়ক অঙ্গ-প্রতিষ্ঠান জিআইসি এডুকেশন। ইন্সপায়ারিং বাংলাদেশের উদ্যোগে সম্প্রতি অ্যাওয়ার্ডের বার্ষিক আসর অনুষ্ঠিত হয়। এবারের আসরে ৪০ বছরের কম বয়সী ব্যক্তিদের পুরস্কৃত করা হয়।

পুরস্কৃতদের মধ্যে জিআইসি ও জিআইসি এডুকেশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওমরের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে দেশের প্রযুক্তিগত অগ্রগতির তথ্যচিত্র উপস্থাপন করেন ড. এ কে আব্দুল মোমেন। ভবিষ্যতে একই ধারা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে যারা ভূমিকা রাখছেন, তাদের উৎসাহিত করায় আয়োজক কমিটি এবং পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানান।

জিআইসি বাংলাদেশের সুপরিচিত ইমিগ্রেশন কনসালট্যান্সি প্রতিষ্ঠান এবং শিক্ষাবিষয়ক অঙ্গ-প্রতিষ্ঠান জিআইসি এডুকেশন দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে ভূমিকা পালন করেছে। এক্সপার্ট ইমিগ্রেশন সেবা ও বিদেশে উচ্চশিক্ষায় সেরা সেবাদাতা প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখছে।

জিআইসি এবং জিআইসি এডুকেশন বাংলাদেশি নাগরিকদের সুযোগ প্রদানে, অর্থনৈতিক অগ্রগতি ও বৈশ্বিক প্রতিযোগিতায় সহায়ক শক্তি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

আরও পড়ুন

×