ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ডিজিটাল পণ্য ক্রয়ে ক্যাশব্যাক

ডিজিটাল পণ্য ক্রয়ে ক্যাশব্যাক

প্রতীকী ছবি

সাদি সাবেরীন

প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ০২:২৭

ওয়ালটন কম্পিউটারে ক্যাশব্যাক অফার চলছে। ব্র্যান্ডের কম্পিউটার পণ্যে থাকছে শতভাগ ক্যাশব্যাক অফার। নগদ মূল্য বা কিস্তি সুবিধায় ওয়ালটন কম্পিউটার পণ্য কেনায় মিলছে ক্যাশব্যাক। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ অফার চলবে।

প্রযুক্তিপণ্যের ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে কম্পিউটার, ল্যাপটপসহ ডিজিটাল পণ্য ক্রয়ে শতভাগ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা ঘোষণা করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ। ওয়ালটন কম্পিউটার পণ্য ক্রয়ে ক্যাশব্যাক অফারের সূচনা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুর রহমান রাদ জানান, ক্রেতারা অফারের আওতায় দেশের সব ওয়ালটন প্লাজা থেকে ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, ২৭ ইঞ্চি মনিটর, সিঙ্গেল ফাংশন প্রিন্টার, ওয়ালপ্যাড ৮জি ট্যাবলেট ছাড়াও সব মডেলের ব্লুটুথ স্পিকার, পোর্টেবল এসএসডি, পাওয়ার সাপ্লাই ইউনিট, ৩০০ এমবিপিএস রাউটার, ওয়েট স্কেল, ওয়েবক্যাম, পেনড্রাইভ, পাওয়ারব্যাংক, নেটওয়ার্ক সুইচ, নেকব্যান্ড, মাউস, কিবোর্ড, হেডফোন, মাইক্রো এসডি কার্ড, হাব, ই-রাইটিং প্যাড, সিপিইউ কুলার, সিসিটিভি, কার্ড রিডার, কেবল ও কনভার্টার পণ্য কিনে শতভাগ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা নিতে পারছেন।

জানা গেছে, শতভাগ পর্যন্ত ক্যাশব্যাক অফার শুধু ওয়ালটন প্লাজা থেকে কম্পিউটার পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য। পণ্য ক্রয়ের সঙ্গেই ক্যাশব্যাকের পরিমাণ এসএমএসের মাধ্যমে বিজয়ীকে জানিয়ে দেওয়া হয়। নগদ ক্রয়ে ক্যাশব্যাকে প্রাপ্ত টাকা পণ্যের মূল্যের সঙ্গে সমন্বয়ের সুযোগ থাকছে।

আরও পড়ুন

×