ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শিক্ষার্থীদের ছাতা বিতরণ করেছে ফুডপ্যান্ডা

শিক্ষার্থীদের ছাতা বিতরণ করেছে ফুডপ্যান্ডা

রাজধানীতে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করছে ফুডপ্যান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা

আইসিটি ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪ | ১২:৫৬ | আপডেট: ১৫ আগস্ট ২০২৪ | ১৩:০৬

রাজধানীর কয়েকটি জায়গায় ট্রাফিক ব্যবস্থাপনায় সশরীরে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেছে ফুডপ্যান্ডা।

রাজধানীর বসুন্ধরা, উত্তরা, রামপুরা, গুলশান, কাকলী ও বিজয় সরণি এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনার কাজে সশরীরে অংশ নেওয়া শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের মাঝে ছাতা বিতরণ করেন ফুডপ্যান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আম্বারীন রেজা ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

শহরের ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল রাখতে ও যান চলাচল সহজ করতে শিক্ষার্থীদের অসামান্য প্রচেষ্টার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আম্বারীন রেজা।

ইতোমধ্যে স্বেচ্ছাসেবীদের মাঝে খাবার ও পানীয় সরবরাহ করে তাদের সহযোগিতা করে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্মটি। দেশ ও সমাজ সংস্কারের লক্ষ্যে শিক্ষার্থীদের সব অবদানকে স্বাগত জানায় ফুডপ্যান্ডা। 

আরও পড়ুন

×