এটুআই গৃহিত অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিন: নাহিদ ইসলাম

এটুআই গৃহিত অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম
আইসিটি ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৩৫ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৪:৫৫
ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই রক্তের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কাজ করতে হবে। এটুআই প্রকল্পের কাজের ব্যাপারে যেন কোন অভিযোগ না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে। তা ছাড়া এটুআই গৃহিত অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
রাজধানীর আইসিটি টাওয়ারে এটুআই প্রধান কার্যালয় পরিদর্শনকালে বুধবার তিনি এ কথা কথা বলেন।
সভায় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এটুআই কর্তৃক গৃহীত সব উদ্যোগ দেশের মানুষের কাছে পৌঁছাতে হবে। উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে। বাংলাদেশের যুবসমাজকে তথ্যপ্রযুক্তি খাতে আরও সম্পৃক্ত করতে হবে। প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে যে সব বাংলাদেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ কাজ করছেন তাদের সমন্বয়ে ‘অ্যাডভাইজরি টিম’ করা হবে। তাদের পরামর্শ অনুযায়ী তরুণদের কাজে লাগানো হবে।
অনেকে একেবারেই ব্যক্তি উদ্যোগে বা গ্রুপভিত্তিক ভালো উদ্ভাবনী কাজ করছে। তাদের পরামর্শ দিলে সেটাও তাদের কাজে আসবে। এটুআই কর্তৃক অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক তদন্ত কমিটি করা হয়েছে। সেই তদন্ত প্রক্রিয়া যেন নিরপেক্ষ আর স্বচ্ছ হয়।
সারাদেশে যে রাজনৈতিক ধারা অব্যাহত আছে, তা সংস্কার প্রয়োজন। রাষ্ট্র কাঠামোর সংস্কারও করতে হবে। আমাদের রাষ্ট্র কাঠামো একক ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে, এখানে সংবিধান প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছেন যা সীমাহীন। সবার সঙ্গে আলোচনা করে এ ধারা পরিবর্তন করতে চাই।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাধারণ মানুষ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। তাদের এ আত্মত্যাগের কথা মাথায় রেখেই কাজ করে যেতে হবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
সভায় তরুণ উদ্যোক্তাদের প্রতিনিধিরা তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। আলোচনায় এটুআই প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
- বিষয় :
- নাহিদ ইসলাম
- উপদেষ্টা
- এটুআই