ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফিউচার ইনোভেশন

সময়ের বৈদ্যুতিক গাড়ি বিওয়াইডি

সময়ের বৈদ্যুতিক গাড়ি বিওয়াইডি

বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি বিওয়াইডি

সাব্বিন হাসান

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪ | ০১:২০ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৪ | ১২:২৮

সারাবিশ্বে বৈদ্যুতিক গাড়ির কদর, চাহিদা আর জনপ্রিয়তা বাড়ছে প্রতিনিয়ত। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে বিওয়াইডি নিজেদের বহুল প্রতীক্ষিত অ্যাটো থ্রি লাইনআপ উন্মোচন করেছে। বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাটো থ্রি ইলেকট্রিক এসইউভি লাইনআপে রয়েছে স্পোর্টি ও অ্যারোডায়নামিক ডিজাইন। 

অনলাইনে উন্মোচন করা অ্যাটো থ্রি প্রি-বুকিং চলাকালে দেশের এসইউভি আগ্রহীদের দৃষ্টি আকর্ষণ করে এবং সাড়া জাগিয়েছে। বিওয়াইডি অ্যাটো থ্রি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে– স্ট্যান্ডার্ড রেঞ্জ ও এক্সটেন্ডেড রেঞ্জ। গ্রাহকবান্ধব ফিচার ও দৃষ্টিনন্দন অভ্যন্তরীণ বৈশিষ্ট্যসহ দুর্দান্ত ড্রাইভিং অভিজ্ঞতা পাওয়া যাবে নতুন দুটি ভ্যারিয়েন্টে।

গাড়ি চালানোর অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে অ্যাটো থ্রির সেন্ট্রাল কনসোল। বিওয়াইডি অ্যাটো থ্রি স্ট্যান্ডার্ড রেঞ্জ ফুল চার্জে ৩৪৫ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। অন্যদিকে, বিওয়াইডি অ্যাটো থ্রি এক্সটেন্ডেড রেঞ্জ ফুল চার্জে যেতে পারবে ৪২০ কিলোমিটার। বিওয়াইডি অ্যাটো থ্রির মাল্টিকালার লাইটনিং সিস্টেম, যা গাড়ির ভেতরের অভিজ্ঞতায় যোগ করবে এক অনন্য মাত্রা।

এ ছাড়া এই এসইউভির প্যানোরমিক স্লাইডিং গ্লাস রুফ ড্রাইভিং অভিজ্ঞতাকে নিয়ে যাবে এক নতুন স্তরে। এই গাড়ির আর্গোনমিক স্পোর্টস সিট টেকসই ভিগান লেদারে তৈরি। সামনের দুটি সিট খুব সহজে বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে এই গাড়িতে আছে ই-প্ল্যাটফর্ম ৩.০। এতে ব্লেড ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

শুধু স্টাইল ও স্বাচ্ছন্দ্যই নয়, পারফরম্যান্সের ওপরেও গুরুত্ব দিয়ে বিওয়াইডি অ্যাটো থ্রিতে থাকছে ১০০ কিলোওয়াট মোটর, যা গাড়ির গতিপ্রতি ঘণ্টায় শূন্য থেকে ১০০ কিলোমিটারে উঠতে সময় নেবে মাত্র ১০.১ সেকেন্ডে। ইউরো এনসিএপি (ইউরোপিয়ান নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম) থেকে ফাইভ স্টার রেটিং পাওয়া গাড়িতে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানান নির্মাতারা। 

বিওয়াইডি ব্র্যান্ডের মার্কেটিং ও ক্যাটেগরি ডেভেলপমেন্ট হেড ইমতিয়াজ নওশের বলেন, সারাবিশ্বে ইলেকট্রিক গাড়ির জগতে সাড়াজাগানো বিওয়াইডি অ্যাটো থ্রি বাংলাদেশে নিয়ে আসতে পেরে সত্যিই আনন্দিত। উদ্ভাবন, স্টাইল ও নিরাপত্তার সমন্বয়ে নির্মিত অ্যাটো থ্রি ইলেকট্রিক এসইউভি। নিরাপদ ও মানোন্নত ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিতে পরিবেশবান্ধব প্রযুক্তি কাজ করতে আগ্রহী। কার্বন নিঃসরণ কমানো ও পরিবেশ সুরক্ষায় বিওয়াইডি কাজ করবে বলে নির্মাতারা জানান। 

আরও পড়ুন

×