ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্মার্টফোন অফার

বর্ষপূর্তিতে ‘ও ফ্যানস’ উৎসব

বর্ষপূর্তিতে ‘ও ফ্যানস’ উৎসব

দশম বর্ষপূর্তিতে ‘ও ফ্যানস’ উৎসব করছে অপো

­আইসিটি ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪ | ০১:৩০ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ | ১২:৪৯

বাংলাদেশে দশক পূর্তি উদযাপন উপলক্ষে সুপার অফার ঘোষণা করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। বিশেষ উদযাপনে বাংলাদেশে ব্র্যান্ডটির পথচলার ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ছাড় ঘোষণা করেছে। থাকছে নিশ্চিত উপহার।

আগ্রহীরা রেনো-১২ এফ ফাইভজি মডেলে পাঁচ হাজার টাকা ছাড় পাবেন। অন্যদিকে রেনো-১২ এফ ফোরজি মডেলেও ছাড় চলছে। ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের এ৬০ মডেলে ছাড় মিলবে। উৎসবে ভক্তরা এ-৩ সিরিজ কম্বো বক্স ও রেনো-১২ এনকো গিফট বক্স পাবেন নিশ্চিতভাবে। উৎসবে মডেলভেদে ছাড় নিশ্চিত হবে। 

অপো বাংলাদেশের অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ভক্তরা সব সময় পারফরম্যান্স ও উদ্ভাবনকে নতুন উচ্চতায় পৌঁছাতে অনুপ্রাণিত করে। ভক্তদের জন্য উৎসবে থাকছে পুরস্কার ও বিশেষ ছাড়, যা বাংলাদেশে নিজেদের দশম বার্ষিকীর উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে। উৎসবে ভক্তরা পাবেন চমক, মূল্যছাড় আর গিফট বক্স।

আরও পড়ুন

×