ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ক্যাম্পেইনে মূল্যছাড়ে স্মার্টফোন

দারাজ

ক্যাম্পেইনে মূল্যছাড়ে স্মার্টফোন

দারাজ ১১.১১ ক্যাম্পেইনে বিশেষ অফার

আইসিটি ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪ | ১৮:৪৫ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ | ১৮:৪৬

দারাজ ১১.১১ ক্যাম্পেইনে বিশেষ অফার ঘোষণা করেছে উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। নতুন ক্যাম্পেইন ২১ নভেম্বর শেষ হবে। দারাজ ১১.১১ ক্যাম্পেইনে অন্যতম ব্র্যান্ড সহযোগী টেকনো। সবকটি ডিভাইসে থাকছে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ। ফলে প্রযুক্তিপ্রেমীরা সাশ্রয়ী দামে স্মার্টফোন কেনার সুযোগ পাবেন।

লাইনআপে আছে নতুন ফ্ল্যাগশিপ ক্যামন ৩০এস। মডেলে আছে ৫০ মেগাপিক্সেল ওআইএস ক্যামেরা, সঙ্গে সনি আইএমএক্স৮৯৬ আল্ট্রা সেনসিটিভ সেন্সর ও সনি ১০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার মোড। ১২০ হার্টজ অ্যামোলেড কার্ভড ডিসপ্লে দেবে স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা ও ফটোগ্রাফি। ক্যাম্পেইন চলাকালে ডিভাইসটি ২৬ হাজার ৯৬৯ টাকায় পাওয়া যাবে। স্পার্ক ৩০ সিরিজ কেনা যাবে সাশ্রয়ী দামে। ক্যাম্পেইনে স্পার্ক-৩০ প্রো মডেলের দাম ১৮ হাজার ৭৮৫ টাকা এবং স্পার্ক-৩০ কেনা যাবে ১৬ হাজার ৮৮ টাকায়।

বিশেষ অফার মিলবে ফ্যান-ফেভারিট সবকটি ডিভাইসে। ছাড় মিলবে স্পার্ক ৩০-সি, স্পার্ক গো ২০২৪ আর স্পার্ক গো ওয়ান মডেলে। ফলে সহজেই মিলবে ব্র্যান্ডের বাডস থ্রি, টেকনো ওয়াচ থ্রি ও টেকনো ওয়াচ প্রো-২ মডেলের ডিভাইস। দাম ১ হাজার ৫৮০ টাকা থেকে শুরু।

মূল্যছাড় ছাড়া ক্যাম্পেইনে ব্র্যান্ডটির যে কোনো ডিভাইস কিনলে দেওয়া হবে ফ্রি ডেলিভারি। অন্যদিকে, কেনাকাটায় থাকছে বিকাশ ক্যাশব্যাক অফার, ব্যাংক ডিসকাউন্ট ছাড়াও শূন্য ইএমআই সুবিধা।

আরও পড়ুন

×