নববর্ষ উদযাপনে বিকিকিনি
ই-কমার্স

নববর্ষ উদযাপনে বিশেষ বিকিকিনি উদযাপন করছে দারাজ
আইসিটি ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪ | ২৩:৪৮ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ | ২১:১৫
আরেকটি বছর শেষের পথে। বছর সমাপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সবাই নিজেকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে পরিকল্পনা সাজাতে ব্যস্ত। উৎসবের এমন মৌসুমে আনন্দ উদযাপনে দারাজ এবার নিয়ে আসছে ১.১ নিউ ইয়ার মেগা সেল।
ই-কমার্স মার্কেটপ্লেসে প্রচারণা ৫ জানুয়ারি শেষ হবে। কেনাকাটার অভিজ্ঞতায় এবার অজস্র ক্যাটেগরিতে থাকছে বিশেষ ডিল আর সারপ্রাইজ; ইলেকট্রনিকস, ফ্যাশন আইটেম, হোম ডেকর, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, গ্রোসারি, মাদার ও বেবি প্রোডাক্টস, বিউটি প্রোডাক্টসসহ অনেক কিছু।
বিশেষ অফারের তালিকায় থাকবে বিশ্ববাজারে নতুন আসা পণ্য, যা নতুন বছরের শপিংকে করবে আনন্দদায়ক।
উদ্যোক্তারা জানান, গ্রাহকের জন্য থাকবে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে হট ডিলস ও ক্রেজি ফ্ল্যাশ সেল। সঙ্গে থাকবে এক্সক্লুসিভ ৬ শতাংশ ফ্ল্যাশ ভাউচার, যা দিয়ে শর্তসাপেক্ষে বিশেষ কেনাকাটা উপভোগ্য হবে। ১ জানুয়ারি ক্রেতার জন্য স্পেশাল ডিল ও ডিসকাউন্ট নিয়ে থাকবে বিকাশ ডে।
নতুন বছর উদযাপনে উল্লিখিত সবকিছুর উদ্যোগ নিয়েছে ই-কমার্স সেবাদাতা। প্রতিবারের মতো নির্ধারিত কেনাকাটাতে থাকবে ফ্রি ডেলিভারি সুবিধা। বিগত কয়েক বছর নতুন বছরের আগে সবকটি ই-কমার্স সাইট বিশেষ ছাড়ে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করে আসছে। সারাবিশ্বে ই-কমার্স বিকিকিনিতে যা প্রতিবছরই লক্ষ্য ও ক্রেতা সন্তুষ্টির প্রতীক হয়ে উঠেছে।
- বিষয় :
- উৎসব পালন
- দারাজ
- দারাজ বাংলাদেশ