ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আগামী জুনে বেসিস নির্বাচন

আগামী জুনে বেসিস নির্বাচন

২০২৫ সালের জুনের শেষভাগে বেসিস নির্বাচনের উদ্যোগ

সাব্বিন হাসান

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯:১৮ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২০:০৫

সারাদেশে সফটওয়্যার ও ডিজিটাল সেবাপণ্য নির্মাতাদের সংগঠন বেসিসের নির্বাচন আগামী জুন মাসের শেষভাগে হতে পারে বলে জানিয়েছেন বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির। এর আগে সংগঠনের সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করবে সহায়ক কমিটি।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ থেকে ৪ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ মেহেদী হাসানকে বেসিসের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রশাসককে সহযোগিতা করতে সংগঠনের ১১ জন সদস্যকে নিয়ে গত ৮ ডিসেম্বর ‘সহায়ক কমিটি’ গঠন করা হয়। সহায়ক কমিটিতে রাফেল কবিরকে চেয়ারম্যান, সৈয়দ মামনুন কাদের ও মো. মিজানুর রহমানকে কো-চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

রাফেল কবির জানান, বর্তমানে বেসিসের সংস্কার কার্যক্রমকে সহায়তা করতে তিনটি কমিটি কাজ করছে। কমিটির মধ্যে রয়েছে গঠনতন্ত্র সংশোধন, আর্থিক নিরীক্ষা ও মেম্বারশিপ অডিট কমিটি। তিনটি কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা দিলে নির্বাচন কার্যক্রম এগিয়ে যাবে।

সহায়ক কমিটি সূত্রে জানা গেছে, বেসিসের সদস্য সংখ্যা বর্তমানে ২ হাজার ৭০০ ছাড়িয়েছে। যার মধ্যে ৬০ শতাংশ সদস্য নিষ্ক্রিয়। তাদের সক্রিয় করার প্রচেষ্টা চলছে। আগামী নির্বাচনে ভোটার সংখ্যা হাজারের বেশি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সুতরাং, আগামী নির্বাচনে ভোটার সংখ্যা বাড়বে। নির্বাচনী ধারাতে বেশ কিছু পরিবর্তন আসবে।

দায়িত্ব প্রসঙ্গে রাফেল কবির সমকালকে বলেন, ৮ ডিসেম্বর সহায়ক কমিটির দায়িত্ব নিয়েছি। যার প্রাথমিক মেয়াদ ১২০ দিন। হিসাব বলছে, আগামী ৪ এপ্রিল দায়িত্ব শেষ হওয়ার কথা। অন্য সংগঠনকে যেহেতু নির্বাচন অনুষ্ঠানের জন্য সময় বাড়ানো হয়েছে। আশা করছি, বর্তমান কমিটি কিছুটা বর্ধিত সময় পাবে।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নির্বাহী কমিটির সভায় জ্যেষ্ঠ সহসভাপতি এম রাশিদুল হাসানকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন

×