ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভিডিও কলে হোয়াটসঅ্যাপ সংযোগ

স্মার্ট পরিষেবা

ভিডিও কলে হোয়াটসঅ্যাপ সংযোগ

জনপ্রিয় হোয়াটসঅ্যাপে ভিডিও কলে বর্ধিত সেবা

­সাব্বিন হাসান

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:৪৯ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩:৫০

নিজেকে ছাড়িয়ে যাওয়ার মন্ত্রে হোয়াটসঅ্যাপ যেন মরিয়া। সময়ের আবর্তে দিয়ে যাচ্ছে নিত্যনতুন সেবার জানান। চ্যাটিংয়ের সঙ্গে ইন্টারনেট কলের জন্য অ্যাপটি সর্বাধিক জনপ্রিয়। বিশেষত নির্বিঘ্নে ভিডিও কলের জন্য বেশির ভাগ গ্রাহক মেটা মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং এ অ্যাপকেই পছন্দের তালিকার শীর্ষে নিয়েছেন।

সাধারণ মানুষের ভিডিও কলের গুরুত্ব বুঝে করোনার সময় থেকে অ্যাপটি দারুণ সব পরিষেবা দিয়ে আসছে। ইতোমধ্যে অ্যাপের ভিডিও কলে ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল, ভয়েস কল সুইচ, কল লিঙ্ক ক্রিয়েট, এমনকি স্ক্রিন শেয়ারের মতো ফিচার জুড়ে গেছে। ভিডিও কলিং সেবাকে টেক্কা দিতে ও ভক্তদের দুর্দান্ত কলিং অভিজ্ঞতা দিতে নতুন পদক্ষেপ নিয়েছে অ্যাপ কর্তৃপক্ষ। একই সঙ্গে ৩২ জন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে উপস্থিত থাকতে পারবেন। কিছু বেটা ইউজার নিয়মিত ইনভাইটেশন মেসেজ পাচ্ছেন বলে খবরে প্রকাশ।

লকডাউনের কঠিন সময় থেকেই হোয়াটসঅ্যাপ নিজের ভিডিও কলে অংশগ্রহণকারীর সংখ্যা (লিমিট) বাড়ানোর পরিকল্পনা করে। তবে নতুন আপডেটে হোয়াটসঅ্যাপ উইন্ডোজ সংস্করণে একসঙ্গে ৩২ জন অ্যাপের মাধ্যমে ভিডিও কলে সরাসরি উপস্থিত থাকতে পারবেন। এর আগে সর্বাধিক আটজন মিলে কলসেবায় যুক্ত থাকতে পারতেন।

উইন্ডোজ অ্যাপের সবশেষ আপডেট ইনস্টল করার পরেই ভিডিও কলের নতুন ফিচার দৃশ্যমান হবে। অনেকেই সুবিধাটি থেকে বঞ্চিত হচ্ছেন আপডেট না থাকার কারণে। আপাতত বেটা গ্রাহকরা সুবিধার আওতায় পড়বেন।

দ্রুতই সব দেশের জন্য ধাপে ধাপে বিশেষ পরিষেবাটি অবমুক্ত হবে। আপডেটে ৩২ জনের একসঙ্গে অডিও কলে অংশগ্রহণের খবর ছিল সর্বাধিক আলোচিত।

মেটার স্বপ্নদ্রষ্টা মার্ক জাকারবার্গ আগেই জানান দিয়েছিলেন, অ্যান্ড্রয়েড আর আইওএস (আইফোন) সংস্করণের জন্য হোয়াটসঅ্যাপে নিয়মিত পরিবর্তনে সুবিধা যুক্ত হবে। উইন্ডোজ সংস্করণে হোয়াটসঅ্যাপ দিয়ে ৩২ জনের একসঙ্গে ভিডিও কলের সুবিধা নতুন মাত্রা যোগ করবে। অন্যদিকে, অডিও কলের একই সংখ্যক সুবিধা আগে থেকেই সচল রয়েছে।

আরও পড়ুন

×