স্টেপ টু উইনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

.
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ২২:১৮ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ২২:১৯
ই-লার্নিং প্লাটফর্ম ‘স্টেপ টু উইন’ এর চার বছর পূর্তি উপলক্ষে ‘কিডস কার্নিভাল’ অুনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর শ্যামলীতে একটি রেস্তোরায় আয়োজিত এ অনুষ্ঠানে লার্নিং সেন্টারের শিশু শিক্ষার্থী, তাদের অভিভাবকসহ, বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
স্টেপস টু উইন ই- লার্নিং সেন্টারের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নুসরাত ইউসুফের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
নুসরাত ইউসুফ জানান, এই ই-লার্নিং প্লেটফর্মে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত এবং বিশ্বের আরও ২২ দেশের ৩ থেকে ১২ বছরের প্রায় ৫ হাজার শিশু অনলাইনে অংশগ্রহণ করছে ৯টি ভিন্ন কোর্সে।
তিনি বলেন, সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিশুদের বেসিক ফাউন্ডেশন মজবুত ও সৃজনশীলতা বৃদ্ধি, পড়াশোনার বিষয়টি সহজ ও আনন্দদায়ক পদ্ধতিতে উপস্থাপন করার লক্ষ্যে স্টেপস টু উইন কাজ করে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ই-লার্নিং