সফটওয়্যার ফুটসাল বিজয়ী ইরা ইনফোটেক

ইন্টার সফটওয়্যার ফুটসাল বিজয়ী ইরা ইনফোটেক
আইসিটি ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫ | ২১:০৭
ইন্টার সফটওয়্যার ফুটসাল টুর্নামেন্ট ২০২৫ (সিজন ৯) পর্বের বিজয়ী হয়ে ইরা ইনফোটেক লিমিটেড নতুন সম্ভাবনার বার্তা দিয়েছে। ফাইনালে রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে ২-১ গোলে এনোসিস সল্যুশনকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছে তারা। বিজয়ী হওয়ার পেছনে দলগত মনোবল, অদম্য সাহস ও নিরলস প্রচেষ্টা কাজ করেছে।
ইরা ইনফোটেকের চ্যাম্পিয়নশিপের পথ সহজ ছিল না। কোয়ার্টার ফাইনালে উত্তেজনাপূর্ণ ম্যাচে ইরা পাঠাওকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে নিজের জায়গা নিশ্চিত করে। সেমিফাইনালে জয়ের ধারা অব্যাহত রেখে অপ্টিমিজলিকে ৩-০ গোলে পরাজিত করে। ম্যাচে প্রশংসার দাবিদার ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার দিদারুল ইসলাম। যার জোড়া গোল দলকে পৌঁছে দেয় ফাইনালে।
ইরা ইনফোটেক ফাইনালে এনোসিস সল্যুশনের মুখোমুখি হয়। দুই দলই তাদের দক্ষতা ও প্রত্যয় নিয়ে খেলেছে। কিন্তু ১৬ মিনিটের নিয়মিত খেলায় (দুটি ৮ মিনিটের হাফে বিভক্ত) দুই দলই গোল করতে ব্যর্থ হয়। পেনাল্টি শুটআউটে গোলরক্ষক জাহিদুল ইসলাম দুটি শট সেভ করে দলকে ২-১ গোলে জয় এনে দেন। দুর্দান্ত পারফরম্যান্স টুর্নামেন্টের ইতিহাসে তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।
চলতি আসরে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মো. মাশরুর রহমান খান। তার দক্ষতা, ধারাবাহিকতা ও চাপের মুহূর্তে সেরা পারফরম্যান্স ইরা ইনফোটেকের চ্যাম্পিয়ন হওয়ার পথে সুগম হয়।
জয় ছিল পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। দলনেতা ইফতেখার আহমেদ দুর্জয় ও সহ-দলনেতা সজিব মোল্লার নেতৃত্বে দলটি শিরোপা জিতে নেয়। ইরা ইনফোটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মাবুদ, যার দিকনির্দেশনায় দলটি সাফল্য অর্জন করে।
দলের পেছনে কোচ মো. তাওফিক মুহাম্মদ আব্দুস সাত্তার ও ব্যবস্থাপক কাজী আনিসুর রহমানের অবদান ছিল অপরিসীম। দলের কৌশলগত পরিকল্পনা, সুনিপুণ প্রস্তুতি ও খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নের পরিশ্রম তাদের বিজয়ী দলে পরিণত করে। ইন্টার সফটওয়্যার ফুটসাল টুর্নামেন্ট-২০২৫ (সিজন ৯) পর্বের শিরোপা জেতায় ইন্ডাস্ট্রি দলটিকে অভিনন্দন জানিয়েছে।
- বিষয় :
- সফটওয়্যার