নিরাপত্তায় যা কিছু করবেন

প্রতীকী ছবি
সাব্বিন হাসান
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫ | ০০:২৩ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ | ১৪:৫৩
সামাজিক যোগাযোগের কারণে তুমুল জনপ্রিয় ইনস্টাগ্রাম বা ফেসবুকের কাছে দেদার চলে যাচ্ছে ব্রাউজার হিস্ট্রি। ইন্টারনেটে যা খুঁজছেন, তা সহজে জেনে যায় সোশ্যাল মিডিয়ার সবকটি প্ল্যাটফর্ম।
কীভাবে তা আটকানো বা প্রতিহত করা যায়, অনেকের কাছে তা অজানা। এমন ভাবনা থেকেই মেটা বিশেষ অপশন উন্মোচন করেছে, যার মাধ্যমে গ্রাহক তার নিজের ইন্টারনেট অ্যাক্টিভিটি বন্ধ রাখতে পারবেন। প্রশ্ন আসছে কীভাবে, যা জানা জরুরি।
ইন্টারনেটের আজব দুনিয়ার হঠাৎ পছন্দের কোনো ব্র্যান্ডের জামা বা জুতার ছবি নজরে পড়ল। কিনবেন না হয়তো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসতেই দেখতে পাবেন ওই ব্র্যান্ডের জুতা আর জামা। শুধু তাই নয়, এআই বিদ্যার কল্যাণে পরপর ওই সংশ্লিষ্ট নির্মাতার পণ্য দৃশ্যমান হবে পর্দায়। প্রায় সবাই বিরক্ত হয়েই এমন বিজ্ঞাপন দেখতে বাধ্য হন।
আগ্রহী ভোক্তার সব ধরনের ইন্টারনেট অ্যাক্টিভিটি জেনে যায় ফেসবুক আর ইনস্টাগ্রাম। প্রয়োজনে তা আটকানো সম্ভব। বিজ্ঞাপনের অযাচিত জ্বালাতন বন্ধে ফিচার ডেভেলপ করেছে মেটা। মূলত প্রাইভেসি সেটিং বন্ধ করলে ইন্টারনেটের ব্রাউজিং হিস্ট্রি বা ঠিক কী করছেন, তা আড়ালে চলে যাবে। শুধু তাই নয়, নির্দিষ্ট কোন কোন কোম্পানি মেটাকে ব্রাইজারের তথ্য পাঠাচ্ছে, তাও ঠিকঠাক জানা যাবে।
অ্যাক্টিভিটি বন্ধ
প্রথমে ফেসবুক প্রোফাইলে গিয়ে থ্রি ডটে ক্লিক। তারপর সেটিংস ও প্রাইভেসি অপশন সেটিংসে ট্যাপ। দৃশ্যমান হবে ‘ইয়োর ফেসবুক ইনফরমেশন’। ক্লিক করে অফ ফেসবুক অ্যাক্টিভিটি অপশনে ক্লিক। সেখানে ম্যানেজ ইয়োর অফ ফেসবুক অ্যাক্টিভিটি অপশনে ট্যাপ করে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটিতে ক্লিক করতে হবে।
এর পর ফিউচার অফ ফেসবুক অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করলেই কাজ শেষ। ঠিক একইভাবে ইন্টারনেটে অ্যাক্টিভিটি বন্ধ করা যায়।
যদিও থার্ড পার্টি বিজ্ঞাপন সংস্থার থেকে তথ্য সংগ্রহ করে ফেসবুক, যা বন্ধ করার জন্য প্রাইভেট ব্রাউজিং মোড (ভিপিএন) ব্যবহার করা অন্যতম উপায়।
- বিষয় :
- নিরাপত্তা দাবি
- প্রযুক্তি
- সাব্বিন হাসান