ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

চার্জ নিয়ে সমস্যায় পড়লে যা করবেন

চার্জ নিয়ে সমস্যায় পড়লে যা করবেন

ব্যাটারি আর চার্জ নিয়ে ঝামেলা থেকেই যায়

­আইসিটি ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৫ | ০০:১৯ | আপডেট: ১৭ জুন ২০২৫ | ২১:১২

স্মার্টফোনে ব্যাটারি আর চার্জিং নিয়ে প্রায়ই অভিযোগ শোনা যায়। অনেকে বলেন চার্জ হচ্ছে ধীরে, আবার কারও অভিযোগ ডিভাইসে বেশিক্ষণ চার্জ থাকছে না। যার পেছনে কাজ করে বহুবিধ কারণ। কয়েকটি পরামর্শ মেনে চললে আগের মতো চার্জের গতি ফিরে আসবে।

প্রথমেই মোবাইলে যদি কাভার থাকে, অর্থাৎ ফোন পুরোনো হলে চার্জের সময় তা খুলে রাখা শ্রেয়। গরমের সময় চার্জিংয়ের ফলে স্মার্টফোনে স্বাভাবিকের তুলনায় বাড়তি তাপ ছড়ায়। কারণ ফোনে যদি কাভার থাকে, তাহলে ব্যাটারি হিট হওয়ার আশঙ্কা অনেকাংশে বেড়ে যায়। তাই কাভার সরিয়ে ফোন চার্জে রাখা নিরাপদ। যদি ওয়্যারলেস চার্জিং করার সুবিধা থাকে, তাহলে তা এড়িয়ে চলুন।

কারণ, ওয়্যারলেস চার্জিং কিছুটা ইউটিউব, গেমিং আর সোশ্যাল মিডিয়া স্মার্টফোনে এখন গেম খেলার প্রবণতা বহুগুণে বেড়ে গেছে। আবার ফোন চার্জিং অবস্থায় রেখেই অনেকে গেমে বিভোর হয়ে যান। ফলে ব্যাটারি ও প্রসেসরের ওপর বাড়তি চাপ পড়ে। তখন চার্জ হতে বাড়তি সময় লাগে। অন্যদিকে, ফোনের ব্যাটারির ভেতরের অংশে সক্ষমতার ক্ষয় হয়।

ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় যখন থাকবেন, তখন গেমের মধ্যে না থাকাই শ্রেয়। এ কারণে চার্জিং গতি কমে যায়। অ্যাপ ছাড়া এখন সব কাজই প্রায় অচল। জরুরি অ্যাপ রেখে প্রয়োজন নেই বা এখন দরকার নেই– সেসব ফাইল মুছে ফেলা উচিত। কারণ, ব্যবহার না করলে ব্যাকগ্রাউন্ডে ডাউনলোডকৃত অ্যাপ ব্যাটারি ও প্রসেসরকে ব্যস্ত করে। ব্যাটারির ক্ষমতা দ্রুত ফুরিয়ে যায়। বিপরীতে কমে যায় চার্জ সময়।

আরও পড়ুন

×