দেশে প্রথমবারের মতো গুগল পে চালু
স্মার্টফোনের সাহায্যে দেশে বিদেশে করা যাবে লেনদেন
লেনদেন যত ডিজিটাল হবে, স্বচ্ছতা তত বেশি নিশ্চিত হবে - গভর্নর

.
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ০১:১০ | আপডেট: ২৫ জুন ২০২৫ | ০৭:৫৩
দেশে প্রথমবারের মতো চালু হয়েছে গুগলের ডিজিটাল ওয়ালেট সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এ সেবা চালু করা হয়েছে। এখন থেকে গুগল ওয়ালেটে স্মার্টফোনের সাহায্যে মাস্টারকার্ড বা ভিসা কার্ডের তথ্য সংযুক্ত করে দেশে-বিদেশে স্পর্শহীন লেনদেন করতে পারবেন সিটি ব্যাংকের গ্রাহকরা।
গতকাল মঙ্গলবার ঢাকার ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন এ সেবার উদ্বোধন করেন।
গুগল ওয়ালেট হলো একটি ডিজিটাল স্টোরেজ সেবা। এই ওয়ালেটে ব্যাংক কার্ড ছাড়াও ট্রানজিট পাস, ই-টিকিটসহ বিভিন্ন তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে। সহজভাবে বললে– আপনি মানিব্যাগে যেভাবে একাধিক ব্যাংকের কার্ড, ট্রানজিট পাস বা বিভিন্ন কার্ড সংরক্ষণ করেন, এখানে ডিজিটালি তথ্য সংরক্ষণ করতে পারবেন। উন্নত দেশে ২০১১ সালে গুগল ওয়ালেট নামে এই সেবা চালু হয়। ২০১৮ সাল থেকে গুগল পে নামে এ সেবা চলে আসছে। সরাসরি অর্থ প্রদান সেবা দেওয়া গুগল পের কাজ নয়, বরং তথ্য সংরক্ষণ করে। বাংলাদেশে আপাতত কেবল সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য এই সেবা এলেও পর্যায়ক্রমে অন্য ব্যাংক ও পরিশোধ সেবাদাতা প্রতিষ্ঠান এ ব্যবস্থায় যুক্ত হবে বলে
জানা গেছে।
সিটি ব্যাংক জানিয়েছে, গুগল পে অ্যাপটি ডাউনলোড করে ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য যুক্ত করতে হবে। দুইভাবেই কার্ডের তথ্য সংযুক্ত করা যাবে। এক্ষেত্রে মোবাইলের ক্যামেরার সামনে ধরলে স্বয়ংক্রিয়ভাবে সব তথ্য নিয়ে নেবে। আবার নিজ থেকে ম্যানুয়ালি সব ধরনের তথ্য লিখে সংযুক্ত করা যাবে। তথ্য দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে চাপতে হবে। এরপর আসবে ব্যবহারের শর্তাবলির ঘর। সেখানে অ্যাকসেপ্ট বাটনে চাপলে আপনার কার্ডের সব তথ্য এখানে সংযুক্ত থাকবে। নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি সম্পন্ন যে কোনো পস মেশিনের সামনে ধরলে স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ হয়ে যাবে। আপনার কার্ড সঙ্গে রাখার ঝামেলা থাকবে না। এনএফসি প্রযুক্তি হলো–কার্ডের উপস্থিতি ছাড়া কেবল কার্ড নম্বর দিয়ে দুটি ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদানের সক্ষমতা সম্পন্ন প্রযুক্তি।
গুগল পে থেকে এনএফসি লেনদেন করতে সক্ষম দেশে বা বিদেশি পস টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই ঝামেলাহীন লেনদেন করা যাবে। গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এই অ্যাপে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি। গুগল পে থেকে পরিশোধ করার ক্ষেত্রে মাস্টারকার্ড বা ভিসা কন্টাক্টলেস পরিশোধ সমর্থন করে এ রকম পস মেশিনের সামনে ফোনের পেছনের অংশটি ধরতে হবে। শুধু একটি কার্ড সংযুক্ত থাকলে স্বয়ংক্রিয়ভাবে সে তথ্য দিয়ে দেবে। তবে একাধিক কার্ডের তথ্য সংযুক্ত থাকলে পছন্দের পরিশোধ পদ্ধতি বেছে নিতে হবে।
সিটি ব্যাংকের গুগল পে সেবার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদসহ এসব প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, লেনদেন যত ডিজিটাল হবে, তত বেশি স্বচ্ছতা নিশ্চিত হবে। আর্থিক সেবা আরও ডিজিটাল করতে বাংলাদেশ ব্যাংক সহায়তা দিয়ে যাচ্ছে। এর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতের পাশাপাশি লেস ক্যাশ বা নগদ লেনদেনবিহীন সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, গুগল পের এই আনুষ্ঠানিক যাত্রার মাধ্যমে আবারও প্রমাণ হলো, সিটি ব্যাংক ডিজিটাল উদ্ভাবনের অগ্রদূত। ব্যাংকটি বাংলাদেশের গ্রাহকদের জন্য আধুনিক, নিরাপদ এবং বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য আর্থিক সেবা দিয়ে যাচ্ছে। গুগল পের মাধ্যমে শুধু দেশে নয়, সারা পৃথিবীতে লেনদেন করা যাবে। এর মধ্য দিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার তৈরি হলো, যা আর্থিক অন্তর্ভুক্তিতে বড় ভূমিকা রাখবে।
- বিষয় :
- প্রযুক্তি