গুগল সার্চে সামান্য ভুলে ৮০ হাজার রুপি খোয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১ | ০৫:৩৪ | আপডেট: ০১ জানুয়ারি ২০২১ | ০৫:৫২
আমারা প্রতিদিনই সময় অসময়ে গুগলে সার্চ করে থাকি বিভিন্ন তথ্য জানার জন্য। কিন্তু গুগল সার্চ করতে সামান্য ভুলের জন্য বড় খেসারতও দিতে হয়।
গুগল সার্চ করার সময়ে সামান্য একটা ভুলে কাল হয়ে দাঁড়ালো ভারতের এক ব্যক্তির! মুহূর্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৮০ হাজার রুপি হারান তিনি! খবর গেজেট নাউয়ের
দিল্লির একটি কুরিয়ার কোম্পানির কাস্টমার কেয়ারের নাম্বারের জন্য গুগলে সার্চ করেন ভুক্তভোগী ওই ব্যক্তি। অনুসন্ধানের পর ওই নাম্বারে কল করতে গিয়েই বিপাকে পড়ে যান তিনি। কাস্টমার কেয়ারে নয় সোজা চলে যায় সাইবার ক্রিমিনালদের কাছে।
এরপরই স্ক্যামারেরা প্রতারিত সেই ব্যক্তির ঠিকানা এবং ব্যাঙ্ক ডিটেলস সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নেন। তারপর কৌশলে ওই ব্যক্তির পুরো ৮০ হাজার রুপি লুফে নেয় প্রতারকরা।
- বিষয় :
- দিল্লি
- প্রতারিত
- গুগল সার্চ