ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সাক্ষাৎকারে এমডি তানভীর মিশুক

ডিজিটালসেবা সর্বজনীন করতে কাজ করছে নগদ

ডিজিটালসেবা সর্বজনীন করতে কাজ করছে নগদ

নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১ | ১০:৫১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ | ১০:৫১

দৈনন্দিন আর্থিক সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে সাধারণ মানুষের জীবনকে সহজ করার জন্য কাজ করছে ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সেবা (এমএফএস) নগদ। ডিজিটালসেবাকে সর্বজনীন করার মাধ্যমে দেশের সব মানুষের জীবন-মানের উন্নয়নে ভূমিকা রাখছে কোম্পানিটি।

২০২১ সালের 'ডিজিটাল বাংলাদেশ' দিবসে এ-সংক্রান্ত ভিশন বাস্তবায়নে নগদের ভূমিকা নিয়ে শনিবার সমকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজেদের লক্ষ্য সম্পর্কে এমন অভিমত জানিয়েছেন নগদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর এ মিশুক।

তিনি বলেন, যে গতিতে আমরা এগিয়ে চলেছি, তাতে ২০৪১ সালের আগেই উন্নত বিশ্বের কাতারে নিজেদের প্রতিষ্ঠিত করতে আমাদের কোনো সমস্যা হবে না।

তানভীর এ মিশুক বলেন, লাভজনক কোম্পানি করা কোনো অবস্থাতেই আমাদের প্রধান লক্ষ্য নয়। বরং স্থায়ী বুনিয়াদের মাধ্যমে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ডিজিটাল সেবার ছোঁয়া নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।

তিনি বলেন, দেশে প্রথমবারের মতো ই-কেওয়াইসি চালু করে নগদ। এটি আমাদের বিবেচনায় সেরা সাফল্য ছিল। অল্প দিনের মধ্যেই *১৬৭# ডায়াল করে যে কোনো মোবাইল ফোন থেকে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া শুরু করে আর্থিক অন্তর্ভুক্তিকে সবচেয়ে সহজ করা হয়েছে।

দেশের এমএফএস বাজারের বিষয়ে কথা বলতে গিয়ে তানভীর এ মিশুক বলেন, দেশের মানুষের কথা চিন্তা করে তাদের জন্য স্বল্পমূল্যে সর্বোত্তম সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা শুধু চাই দেশের মানুষ অর্থনৈতিক অন্তর্ভুক্তির আওতায় আসুক। এরই মধ্যে নগদ পাঁচ কোটির বেশি মানুষকে আর্থিক অন্তর্ভুক্তিতে এনেছে। এখন আমরা মাইক্রো এসএমই পর্যায়ে নজর দিচ্ছি। এই শ্রেণির মানুষ এখনও আনুষ্ঠানিক আর্থিক লেনদেনের সঙ্গে সেভাবে সম্পৃক্ত না।

ক্যাশলেস সোসাইটি গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ক্যাশলেস সোসাইটির দিকে যেতে হলে আমাদের সবচেয়ে বেশি জরুরি হলো মানুষকে আর্থিক লেনদেনে স্বাধীনতা দেওয়া। তিনি বলেন, আমরা চিন্তা করছি যে, এমন নতুন কিছু আনা, যার মাধ্যমে একজন মানুষ বিশেষ করে মাইক্রো এসএমই পর্যায়ের মানুষ সহজভাবে অর্থনীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন।

সামনের দিনের কথা বলতে গিয়ে নগদের সহ-প্রতিষ্ঠাতা তানভীর বলেন, বাজারে আমরা ভালো অবস্থানে আছি। আমরা বাজারের একচেটিয়াত্ব ভাঙতে সক্ষম হয়েছি। বিগত ২০০ বছরে ডাক বিভাগ মুনাফা করতে পারেনি, আমরা মুনাফা এনে দিয়েছি। দেশের প্রথম ডিজিটাল ব্যাংক গঠনের বিষয়ে তিনি আরও বলেন, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠা হলে পাল্টে যাবে দেশের আর্থিক খাতের চিত্র। আর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের কার্যপরিধি বাড়াতে হলেও ডিজিটাল ব্যাংকের অনেক প্রয়োজনীয়তা রয়েছে।

নগদের ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে তানভীর এ মিশুক বলেন, এখনও অনেক কিছু করার বাকি আছে। আগামীতে দেশের জাতীয় ওয়ালেট হিসেবে নগদকে প্রতিষ্ঠা করতে চান তিনি। ভবিষ্যতেও নগদ তার যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক পরিবর্তন ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

×