ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এমভি আবদুল্লাহ

এমভি আবদুল্লাহ

কারও হাতে ফুলের তোড়া, কারও চোখ অশ্রু ভেজা

জ্যোৎস্না বেগম। বয়স ষাট ছুঁই ছুঁই করছে। শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। তবুও হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছেন চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে। রোদের জন্য তাকানো যাচ্ছিলো না কর্ণফুলী নদীর দিকে। তারপরও এক হাত কপালে নিয়ে ছেলে তানভীর আহমেদের জাহাজ খুঁজছেন জ্যোৎস্না বেগম। তানভীর এমভি আবদুল্লাহ জাহাজের চতুর্থ প্রকৌশলী। জিম্মি দশা থেকে মুক্ত হওয়া সেই ২৩ নাবিকের একজন তিনি। তাকে বরণ করতেই এমন ক্লান্তিহীন অপেক্ষায় মা। মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। তানভীর নামছেন জাহাজ থেকে। দৌড়ে এসে জড়িয়ে ধরেন মাকে। 

আপডেটঃ ১৫ মে ২০২৪ | ১১:০২
কারও হাতে ফুলের তোড়া, কারও চোখ অশ্রু ভেজা

সর্বশেষ