বিমানের ঢাকা-রোম ফ্লাইট চালুর প্রস্তুতি জোরেশোরে

বিমানের ঢাকা-রোম ফ্লাইট চালু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪ | ১৪:১১ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৪ | ১৫:০৩
দীর্ঘ ১৫ বছর পর ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী মার্চের প্রথম সপ্তাহে এ রুটে ফ্লাইট চালু করতে জোরেশোরে চলছে প্রস্তুতি। বিমানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য আগামী সপ্তাহে ঢাকায় আসছে ইতালির বিশেষজ্ঞ প্রতিনিধি দল। বিমান কর্মকর্তারা সোমবার (১ জানুয়ারি) এসব তথ্য জানান।
তারা বলেন, যাত্রীসেবার মানসহ ফ্লাইটে যাত্রী বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন স্টেশনের কর্মীদের দায়িত্ব পালনের বিষয়টি কঠোরভাবে নজরদারি করছে বিমান। ইতোমধ্যে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বিমানের আবুধাবি কান্ট্রি ম্যানেজার আবদুল্লাহ আল জামানকে প্রত্যাহার করা হয়েছে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) শফিউল আজিম সমকালকে জানান, কুয়েত, কাতার, দুবাই, সৌদি আরবসহ বিমানের আরও কয়েকটি স্টেশনের কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ রয়েছে। তাদের বিষয়ে নজরদারি চলছে। বিমানে যাত্রীসেবা নিয়ে কোনো কর্মীর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিমানের পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) মোহাম্মাদ সালাউদ্দিন জানান, দীর্ঘ ১৫ বছর পর ঢাকা-রোমের মধ্যে বিমানের ফ্লাইট চালু হতে যাচ্ছে। ২০০৯ সালে এ রুটে ফ্লাইট বন্ধ হয়। যদি সরাসরি ফ্লাইট রোমে যায়, তাহলে ৯-১০ ঘণ্টা লাগবে। বিমানে সেবার মান, ফ্লাইটে যাত্রী বৃদ্ধিসহ রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
- বিষয় :
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স