ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পাবনায় ককটেল বিস্ফোরণে ভাইবোন আহত

পাবনায় ককটেল বিস্ফোরণে ভাইবোন আহত

পাবনা অফিস

প্রকাশ: ০৭ মার্চ ২০২২ | ০৪:৩০ | আপডেট: ০৭ মার্চ ২০২২ | ০৪:৩০

পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়ি এলাকায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ভাইবোন দুই স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত ভাইবোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দুই শিশু হলো উপজেলার চরকান্দি গ্রামের দিলীপ সুত্রধরের ছেলে অভি (১২) ও মেয়ে মন্দিরা (১০)। তারা নাটিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীী।

পুলিশ জানায়, নাটিয়াবাড়ি এলাকায় স্থানীয় সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর বাড়ির সামনে প্রাচীরের দেয়াল ঘেঁষে কে বা কারা কাপড়ে পেঁচিয়ে একটি ককটেল ফেলে রাখে। দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টেনিস বল মনে করে অভি ককটেলকে লাথি দিলে সেটি দেয়ালে লেগে বিস্ফোরিত হয়ে দু’জন আহত হয়।

তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এদিকে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

×