ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আসামিদের ফাঁসির দাবিতে রাস্তায় সেই তমাল

আসামিদের ফাঁসির দাবিতে রাস্তায় সেই তমাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ মার্চ ২০২২ | ১০:০৮ | আপডেট: ০৯ মার্চ ২০২২ | ১০:০৮

সামান্য ঘটনার জেরে এসিডে মুখ ঝলসে দেওয়া আসামিদের ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছেন এসিড নিক্ষেপের শিকার তমাল চন্দ্র দে। বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মা-বাবাসহ স্বজন, প্রতিবেশীদের নিয়ে প্রতিবাদ করেন তিনি। আদালতের রায়ে প্রত্যাশা পূরণ না হওয়ায় রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বলেও জানিয়েছেন। তমাল চন্দ্র দে (৩০) চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) কর্মকর্তা বাবুল চন্দ্র দের ছেলে। তমালকে এসিড নিক্ষেপের দায়ে ২৭ ফেব্রুয়ারি সুমিত ধর নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই মামলার অপর আসামি সুমিতের স্ত্রী মৌমিতা দত্তকে বেকসুর খালাস দেওয়া হয়।

হাতে প্রতিবাদী ব্যানার ও আসামিদের ফাঁসির দাবিতে রাস্তায় নামা তমাল চন্দ্র দে সাংবাদিকদের বলেন, অতীতে এসিড নিক্ষেপের বিভিন্ন মামলায় যে এসিড ছুড়েছে তার ফাঁসির আদেশ হয়েছে। অথচ আমার মামলায় হয়েছে উল্টো। পাঁচ বছর ধরে মামলার আশানুরূপ রায়ের অপেক্ষায় ছিলাম। আশা করেছিলাম আসামি সুমিত আর মৌমিতার ফাঁসি হবে। কিন্তু উল্টো একজনকে খালাস দেওয়া হয়েছে। অথচ মৌমিতার কারণেই আমার আজকের এই করুন অবস্থা। তার কারণে হারিয়েছি দুই চোখ। শত চেষ্টা করেও আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারব না আমি। এত অপরাধের সঙ্গে জড়িত থেকেও তাকে খালাস দেওয়া হয়েছে। এর চেয়ে কষ্টের আর কী হতে পারে?

এ সময় তমালের মা অর্চনা রানী দে বলেন, আমার ছেলের জীবন ধ্বংস করে দেওয়া দুই আসামির ফাঁসি চাই।

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রহমতগঞ্জ এলাকার গুডস হিলের পাশে ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি এসিড নিক্ষেপের শিকার হন তমাল চন্দ্র দে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ২৩ ফেব্রুয়ারি মৌমিতা ও সুমিতের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করা মৌমিতা ও সুমিত পরিবারের অজ্ঞাতে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর বিয়ে করে আলাদাভাবে বসবাস শুরু করে। সে সময় স্নাতক পাস করা তমাল ছিল মৌমিতার দূর সম্পর্কের আত্মীয়। এরই মধ্যে মৌমিতা বিয়ের কথা গোপন রেখে তমালের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে সেটি জানতে পেরে মৌমিতাকে চড় দেয় তমাল। এর প্রতিশোধ নিতে মৌমিতার প্ররোচনায় পরিকল্পিতভাবে তমালকে ডেকে নিয়ে সুমিত তার মুখে এসিড মেরেছে- এমন অভিযোগ উল্লেখ করে মামলা করা হয়।

আরও পড়ুন

×