গভীর রাতে সাংবাদিক নেতার বাড়ির সামনে পটকা বিস্ফোরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২২ | ০৬:১৬ | আপডেট: ১২ মার্চ ২০২২ | ০৬:৩১
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত 'দৈনিক খবরের পাতা'র সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের বাড়ির বাইরে পটকার বিস্ফোরণ হয়েছে। শুক্রবার গভীর রাতে ওই সাংবাদিক নেতার বাড়ির সামনে পটকার এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাথায় হুডি ও মুখে মাস্ক পরিহিত এক যুবক মাসুমের বাসার গেটে পটকাটি রেখে যায়। এর কিছুক্ষণ পরেই পটকাটি বিস্ফোরিত হয়।
পুলিশের ধারণা, পটকার মাথায় আগরবাতি বেঁধে তাতে আগুন ধরিয়ে রেখে যাওয়া হয়েছিল। পরে পটকাটির বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশ একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জামান।
তিনি বলেন, রাত তিনটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে প্লাস্টিকের বোতল ও লাল স্কচটেপ আলামত হিসেবে সংগ্রহ করেছে পুলিশ। শনিবার দুপুরে ঘটনাস্থলে গেলে বাড়ির কেয়ারটেকার আলামত হিসেবে উদ্ধার করা সলতা বোমার (পটকা) কাগজের টুকরা ও একটি সলতা দেখান।
এদিকে পাশের বাসায় স্থাপিত একটি সিসিটিভির ফুটেজে দেখা যায়, শুক্রবার রাত ২টা ৩৯ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি নগরীর আলম খান লেনে মাহবুবুর রহমানের বাসার সামনের গেটে একটি পোটলা রেখে যান। ওই ব্যক্তির পরনে হুডি জ্যাকেট এবং মুখে মাস্ক দেখা যায়। ওই পোটলাটি রেখে যাওয়ার ৬ মিনিটের মাথায় পটকার বিস্ফোরণ ঘটে। তবে ভিডিও ফুটেজে ওই ব্যক্তির চেহারা স্পষ্ট দেখা যায়নি।
এ বিষয়ে মাহবুবুর রহমান মাসুম বলেন, ত্বকী হত্যাকান্ডের প্রতিবাদে যারাই সোচ্চার ছিলেন তাদের বিভিন্ন সময় হামলা-মামলার শিকার হতে হয়েছে। তার দাবি, এ কারণেই তার বাসার সামনে বোমা হামলা চালানো হয়েছে। খুনিরা এইভাবে ভয় দেখাতে চায়। কিন্তু এতে প্রতিবাদ থামবে না। ত্বকী হত্যার বিচারের দাবিতে আন্দোলন চলছে এবং ত্বকী হত্যর বিচারও হবে।
এদিকে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। বিবৃতিতে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবি করেন এসব সংগঠনের নেতৃবৃন্দ।