ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিস্ফোরকের অভাবে বন্ধ মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন

বিস্ফোরকের অভাবে বন্ধ মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন

মধ্যপাড়া পাথর খনি। ছবি- সমকাল

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২২ | ০৭:২২ | আপডেট: ১২ মার্চ ২০২২ | ০৭:২৪

পার্বতীপুরের মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পাথর কাটতে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য অ্যমোনিয়াম নাইট্রেটের মজুদ শেষ হয়ে যাওয়ায় পথচ উত্তোলনে এ অচলবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

শনিরার সকাল থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপাড়া খনির শ্রমিকদের ছুটিতে পাঠিয়েছে খনিটির ঠিকাদারী প্রতিষ্টান জার্মানিয়া ট্রাষ্ট কনসোর্টিয়াম।

সময় মতো অ্যামোনিয়াম নাইট্রেট আমদানি করতে ব্যর্থ হওয়ায় প্রতিদিন প্রায় সাড়ে ৫ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন থেকে বঞ্চিত হবে খনিটি।

খনি সূত্রে জানা যায়, বৈরুতে বিস্ফোরণের পর অ্যামোনিয়া নাইট্রেট রপ্তানিকারক দেশগুলো আর অ্যামোনিয়া নাইট্রেট রপ্তানি করতে চাইছে না। বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করা হলেও সাড়া পায়নি খনি কর্তৃপক্ষ। কোন দেশ থেকে সাড়া পাওয়া গেলেও পরিবহনের জন্য জাহাজ পাওয়া যাচ্ছে না। অ্যামোনিয়া নাইট্রেট বিপদজনক পণ্য হওয়ায় এ কন্টেইনার পরিবহন করতে চান না জাহাজ মালিকরা। তিন দফা দরপত্র আহবান করা হলেও কোনো প্রতিষ্ঠান দরপত্র ক্রয় করেনি বলেও জানায় সংশ্লিষ্টরা।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. আবু তালে ফারাজী সমকালকে জানান, খনিতে অ্যামোনিয়াম নাইট্রেট শেষ হয়ে গেছে। অনেক চেষ্টার পর থাইল্যান্ড থেকে ২৪২ মেট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেট আমদানি করা হচ্ছে। তিন দফায় এগুলো দেশে আসবে। আগামী ২৩ মার্চ প্রথম দফায় ৮৮ মেট্রিক টন বিস্ফোরক নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌছার কথা রয়েছে। খালাসের পর তা চট্টগ্রাম থেকে খনিতে আসতে আরো সপ্তাহ খানেক সময় লাগতে পারে।

এরপর ৩১ মার্চ আরেকটি জাহাজ আসবে ৮৮ মেট্রিক টন বিস্ফোরক নিয়ে। সর্ব শেষ এপ্রিলে মধ্যে আরও ৬৬ মেট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেট দেশে আসবে

তিনি জানান, খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাষ্ট কনসোর্টিয়ামকে অ্যামোনিয়াম নাইট্রেট আমদানী করার কথা বলা হলেও তারও ব্যর্থ হয়েছেন। ফলে খনি কর্তৃপক্ষকে অ্যামোনিয়াম নাইট্রেট আমদানি করতে হয়েছে

২০২১ সালের সেপ্টেম্বরে মধ্যপাড়া পাথর খনি থেকে পাথর উত্তোলনের জন্য জার্মানিয়া  ট্রাষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে আগামী ৬ বছরের জন্য চুক্তি করে মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। ওই চুক্তি অনুযায়ী, খনি থেকে প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করবে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। কিন্তু পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য শেষ হয়ে যাওয়ায় শনিবার সকাল থেকে পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ রয়েছে।

আরও পড়ুন

×