ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অদক্ষ কর্মকর্তাদের আগে ভূমি মন্ত্রণালয়ে ডাম্পিং করা হতো: ভূমিমন্ত্রী

অদক্ষ কর্মকর্তাদের আগে ভূমি মন্ত্রণালয়ে ডাম্পিং করা হতো: ভূমিমন্ত্রী

ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ মার্চ ২০২২ | ০৯:০৪ | আপডেট: ১৯ মার্চ ২০২২ | ০৯:০৪

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘ভূমি মন্ত্রণালয় সবসময় ইমেজ সংকটে ছিল। দুর্নীতির বদনাম মন্ত্রণালয়ের সঙ্গে জড়িয়ে ছিল। অন্য মন্ত্রণালয় থেকে অদক্ষ কর্মকর্তাদের এখানে 'ডাম্পিং' করা হত। কেউ ভূমি মন্ত্রণালয়ে চাকরি করলেও পরিচয় দিতে চাইতেন না। পরিস্থিতির উন্নতি হয়েছে, একে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ মন্ত্রণালয় হিসেবে গড়ে তুলেছি। এখন দশটি ভালো মন্ত্রণালয়ের মধ্যে ভূমির অবস্থান তৃতীয়।’

শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেককে সংবর্ধনা দেওয়া হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিনিয়র সহসভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজা, সাবেক সভাপতি কলিম সরওয়ার, বিএফইউজে চট্টগ্রাম বিভাগের সহসভাপতি শহীদ উল আলম প্রমুখ। অনুষ্ঠানে এম এ মালেককে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে সম্মাননা স্মারক দেন মন্ত্রী জাবেদ এবং উত্তরীয় পরিয়ে দেন প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস।

আরও পড়ুন

×