খুলনার মিয়াপাড়ায় ৩৩ জুয়াড়ি আটক

প্রতীকী ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৯ মার্চ ২০২২ | ১২:৩১ | আপডেট: ১৯ মার্চ ২০২২ | ১২:৩৯
খুলনা মহানগরীর মিয়াপাড়ার একটি দোতলা বাসা থেকে ৩৩ জন জুয়াড়িকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের এডিসি খন্দকার লাবনী জানান, মিয়াপাড়ার একটি মসজিদের পাশের একটি বাড়িতে গোপনে জুয়া খেলা হচ্ছে খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দোতলার পুরো কক্ষ জুড়েই চলছে জুয়া খেলা। এ সময় ৩৩ জন জুয়াড়িকে তাস ও নগদ টাকাসহ আটক করা হয়।