পর্দা উঠল সাত দিনের বইমেলার

নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চে শুক্রবার মেলার উদ্বোধন করা হয়- সমকাল
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২২ | ০৯:২৯ | আপডেট: ২৫ মার্চ ২০২২ | ০৯:২৯
ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে সাত দিনের বইমেলা শুরু হয়েছে। নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চে শুক্রবার মেলার উদ্বোধন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রাবন্ধিক যতীন সরকার।
ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে মেলার উদ্বোধন অনুষ্ঠানে যতীন সরকার বলেন, বুদ্ধিজীবী ও সচ্ছল ব্যক্তিদের লাইব্রেরি স্থাপন, বইমেলার আয়োজনে এগিয়ে আসতে হবে, যাতে নতুন প্রজন্মের পাঠাভ্যাস তৈরি হয়। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই বইমেলায় ৩৭টি স্টল অংশগ্রহণ করেছে।
মেলা চলাকালে প্রতিদিন কুইজ, বিষয়ভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা পাঠের আয়োজন রয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিটি করপোরেশনের সচিব রাজীব কুমার সরকার।
অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস বলেন, বই ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক। সুনাগরিক ও পরিশীলিত জাতি গঠনে বইমেলার মতো আয়োজনে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান, সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আব্দুর রব মোশারফ প্রমুখ।