এ. কে. আজাদ মেধাবৃত্তি পেল ১২ শিক্ষার্থী

ফরিদপুর অফি
প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ১০:২২ | আপডেট: ২৬ মার্চ ২০২২ | ১০:২২
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শনিবার ফরিদপুরের এম এ আজিজ হাই স্কুলে এ. কে. আজাদ মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শহরতলির পসরায় হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে এ উপলক্ষে মুক্তিযুদ্ধের গল্প শোনেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
সেখানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শহীদুল ইসলাম নিরু ও সমকাল প্রকাশক আবুল কালাম আজাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার মফিজুর রহমান জামাল, শহর আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, মিয়া মঞ্জুর ইলাহি পিরু, হা-মীম গ্রুপের কনসালট্যান্ট ড. উলফাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভা শেষে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীরা। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এর আগে শহরতলির পসরায় অবস্থিত এম এ আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সকাল ১১টার দিকে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শিপ্রা বিশ্বাস। এ সময় কমিটির সাবেক সভাপতি দিলীপ কুমার বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ ইসমত জাহান, সহকারী শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মো. জলিল মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নাচে অংশ নেয় স্কুলটির শিক্ষার্থীরা। এ ছাড়াও ছবি আঁকা প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।